৪ ঘণ্টা পর অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তীকে নিয়ে কোথায় গেল সিবিআই!

প্রায় ৪ ঘন্টা ধরে এদিন দেবরাজের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তীকে নিয়ে রওনা দিল সিবিআই।

Share this Video

প্রায় ৪ ঘন্টা ধরে এদিন দেবরাজের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তীকে নিয়ে রওনা দিল সিবিআই। এরপর দমদমের নাগেরবাজারের শ্যামনগর এলাকার বালাজি আবাসনে আসে সিবিআই। এই আবাসনের দ্বিতীয় তলেই রয়েছে বিধায়ক অদিতি মুন্সির ষ্টুডিও। এই স্টুডিওতেই এদিন সিবিআই জোর তল্লাশি চালায়।

Related Video