সংক্ষিপ্ত

পূর্ব বর্ধমানের কালনার শ্বাসপুর এলাকার ঘটনা। জমি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটে। মহিলার বাড়ি লাগোয়া জমি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয় বলে অভিযোগ উঠেছিল।

 

আবার তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরি। মহিলাকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতা গোপাল তিওয়ারির বিরুদ্ধে। কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি। মহিলার অভিযোগের ভিত্তিকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। যদিও এই ঘটনার যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা অস্বস্তি বাড়িয়ে তৃণমূলের।

পূর্ব বর্ধমানের কালনার শ্বাসপুর এলাকার ঘটনা। জমি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটে। মহিলার বাড়ি লাগোয়া জমি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয় বলে অভিযোগ উঠেছিল। তাতেই বাধা দিতে যায় গোটা পরিবার। সেই সময়ই তৃণমূল নেতা দলবদল নিয়ে চড়াও হয়। মহিলা জানিয়েছেন, তাঁর বাড়ির পাশে একটি খালি জমি রয়েছে। তা পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছিল। মহিলা জানিয়েছেন, যাতায়াতের রাস্তাটুকু রেখেই পাঁচিল দিতে বলেছিলেন তিনি। কিন্তু তাতেই ঝামেলার সূত্রপাত।

মহিলার অভিযোগ শনিবার রাতেই গোপাল তিওয়ারি ও তার দলবল হামলা চালায়। প্রায় ৫০ জন লোক নিয়ে চড়াও হয়। প্রথমে তাঁকে মারধর করে। তারপর মারধর করা হয় শাশুড়িকে। মহিতে থাপ্পড় মারে বলেও অভিযোগ।

মহিলা জানিয়েছেন বাড়ির সামনের জমি তাদের নামে থাকলেও ব্যাঙ্কে তা বন্দক রাখা হয়েছিল। কিন্তু ব্যাঙ্ক তাদের না জানিয়েই জমি তৃণমূল নেতাকে বিক্রি করে দেয়। মহিলার অভিযোগ ব্যাঙ্কের বিরুদ্ধেও। যদিও গোলাপ দাবি করেছেন, ব্যাঙ্ক থেকে ওই জমি তিনি কিনে নিয়েছেন। পাশাপাশি গোপালের অভিযোগ, তাঁর জমিতে তিনি পাঁচিল দিচ্ছিলেন। কিন্তু সেই পাঁচিল তারা ভেঙে দিয়েছে। উল্টে তাঁকে মহিলা মেরেছে বলেও অভিযোগ করেন।

যদিও এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে । বিজেপির অভিযোগ, এলাকায় রমরমা বাড়ছে তৃণমূল নেতার। গোপাল তিওয়ারি একাধিক অবৈধ কাজের সঙ্গেও যুক্ত বলে দাবি। অন্যদিকে জেলা পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন, রাতেই অভিযুক্ত গোপালকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।