সংক্ষিপ্ত

উত্তর ২৪ পরগনার আড়িয়াদহের মৌসুমী মোড় থেকে কিছুটা এগিয়ে প্রতাপরুদ্র লেন। সেখানেই দুটি বাড়ি রয়েছে জয়ন্তর। একটি পৌতৃক বাড়ি।

 

এতদিনে টনক নড়ল কামারহাটি পুরসভার। শেষপর্যন্ত আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং-এর তিন তলা দুধ সাদা বাড়িটিকে অবৈধ ঘোষণা করা হল। নোটিশ পাঠান হল। যার জমির ওপর তৈরি হয়েছিল পেল্লাই বাড়িটি তাঁকেও। জমির মালিকের নাম দিলীপ মুখোপাধ্যায়। তাঁকে নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছ থেকে কবে কীভাবে জমিটি কিনে ছিল জয়ন্ত। আদৌও জয়ন্ত সেই বাড়ি কিনেছিল কিনা তাও জানতে চাওয়া হয়েছে বলে কামারহাটি পুরসভা সূত্রের খবর। কিন্তু দীর্ঘ দিন ধরেই জয়ন্ত সিং-এর রাজ চলছিল কামারহাটি এলাকায়। তখন কেন পুরসভা এই কঠোর পদক্ষেপ নেয়নি- তা নিয়েও প্রশ্ন উঠছে শুরু করেছে।

মা ও ছেলেকে পিটিয়ে সম্প্রতি জেলে গিয়েছে আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং। ক্লাবঘরে তুলে এনে এক তরুণকে লাঠি দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে। তারপরই তৎপর হয়ে পুলিশ গ্রেফতার করে জয়ন্তকে। ততক্ষণে প্রকাশ্যে এসেছে গ্য়াংস্টার জয়ন্ত সিং-এর আরও নানান কুকীর্তি। সেই সময়ই সামনে আসে জয়ন্ত সিংএর বিলাশবহুল দুধ সাদা বাড়িটির কথাও। স্থানীয়রা দাবি করেছিল বাড়িটি অবৈধ। যদিও কামারহাটি পুরসভা সেই সময় এই বাড়ির বিষয় কিছু জানত না বলেও দাবি করেছিল। কিন্তু প্রশ্ন উঠেছিল পুরসভা অনুমতি না নিয়ে কী করে একজন এতবড় একটি বাড়ি তৈরি করতে পারে। এই সব প্রশ্ন ওঠার পরই কামারহাটি পুরসভা

উত্তর ২৪ পরগনার আড়িয়াদহের মৌসুমী মোড় থেকে কিছুটা এগিয়ে প্রতাপরুদ্র লেন। সেখানেই দুটি বাড়ি রয়েছে জয়ন্তর। একটি পৌতৃক বাড়ি। জনবসতি এলাকায় সেই বাড়িতেই চলছে জয়ন্ত সিং-এর পৈতৃক খাটাল। তার থেকে দূরেই প্রাসাদোপম বাড়ি রয়েছে। যেটিতে এখন সপরিবারে থাকে জয়ন্তরা। সেই বাড়িটি নিয়ে আলোচনা চলছে। এই বড়ি যে জমিতে তৈরি হয়েছে সেটি নাকি একটা সময় পরিত্যক্ত ছিল। মাত্র দুই বছরের মধ্যেই সেই জমি নিজের দখলে করে নেয় জয়ন্ত।

স্থানীয় সূত্রের খবর, শাসক দলের মদতেই নাকি সেই জমি দখল করে রাতারাতি নির্মাণকাজ শুরু করে দেয় জয়ন্ত। প্রায় রাতারাতি তৈরি হয় পেল্লাই বাড়ি। যা স্থানীয়দের কাছে হোয়াইট হাউস নামেও পরিচিত। দুষ্প্রাপ্য পাথর, বিদেশি মার্বেল আর কাচ দিয়ে তৈরি হয়েছে বাড়ি। এককথায় চোখ ধাঁধানো সাদা বাড়ি। ভিতরও নাকি বিলাসবহুল সামগ্রী দিয়ে সাজান। স্থানীয়দের অভিযোগ বাড়ি তৈরির সময় পুকুরের কিছু অংশ বেআইনিভাবে ভরাটও করেছিল জয়ন্ত। যাইহোক এবার সেই বাড়িকেই বেআইনি ঘোষণা করল কামারহাটি পুরসভা।