আসানসোলে হোটেল মালিক খুনে এখনও অধরা দুষ্কৃতীরা, তদন্ত কোনদিকে, কি বলছে প্রশাসন

শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছিলেন আসানসোলের হোটেল মালিক। সেদিনই মৃত্যু হয় গুলিবিদ্ধ হোটেল মালিক অরবিন্দ ভকত-এর। তবে এই ঘটনায় এখনো অধরা খুনিরা।

Share this Video

শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছিলেন আসানসোলের হোটেল মালিক। সেদিনই মৃত্যু হয় গুলিবিদ্ধ হোটেল মালিক অরবিন্দ ভকত-এর। তবে এই ঘটনায় এখনো অধরা খুনিরা। 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়েছিল। হোটেলে মালিক কোথায় বসে আছে, খুনিরা জানতো। এই খুনের যথাযথ তদন্ত শুরু হয়েছে। ব্যক্তিগত আক্রোশের দিকটাও দেখা হচ্ছে। হোটেলের সিসিটিভি ফুটেজ যথেষ্ট নয়। এলাকার সব সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। শীঘ্রই খুনিরা ধরা পড়বে।' জানালেন আসানসোলের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম।

Related Video