- Home
- West Bengal
- West Bengal News
- লকেটের হাতে মাত্র ৪৫ হাজার টাকা নগদ, বিজেপি প্রার্থীর সম্পত্তি বাড়ি-গাড়ির হিসেব দেখুন ছবিতে
লকেটের হাতে মাত্র ৪৫ হাজার টাকা নগদ, বিজেপি প্রার্থীর সম্পত্তি বাড়ি-গাড়ির হিসেব দেখুন ছবিতে
হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অভিনেত্রী রাজনীতিবিদ লকেট চট্টোপাধ্যায় কয়েক কোটি টাকার সম্পদের মালিক। নির্বাচনী হলফনামা অনুযায়ী দেখে নিন লকেটের মোট সম্পদের পরিমাণ।
| Published : May 02 2024, 05:31 PM IST
- FB
- TW
- Linkdin
লকেটের রাজনীতিতে যাত্রা
প্রথমে তৃণমূল কংগ্রেস, তারপর বিজেপিতে যোগ দেন লকেট। ২০১৯ সাল থেকেই সংসদীয় রাজনীতিতে জড়িত তিনি। এই নিয়ে দুইবার তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন। একই কেন্দ্র থেকে।
লকেটের আয়
নির্বাচনী হলফনামা অনুযায়ী লকেটের ২০২২-২৩ সালে লকেটের আয় ১১ লক্ষ ৯৭ হাজার ৮০৯ টাকা। ২০২৯-২০ সালে তাঁর আয় ছিল ৩ লক্ষ ২৮ হাজার ৬৬০ টাকা।
লকেটের স্বামীর আয়
লকেটের স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের ২০২১-২২ সালে আয় ছিল ১৭ লক্ষ ৬৮ ৩৩১ । তার আগের বছর তাঁর আয় ছিল ১৩ লক্ষ ৯৮ ৫০ টাকা।
ছেলের সম্পত্তি
লকেট জানিয়েছেন তাঁর ছেলে প্রেম ভট্টাচার্য তাঁদের ওপর নির্ভরশীল। ২০২১-২২ সালে ছেলের ছিল ৪ লক্ষ ২০ হাজার ১০০ টাকা।
লকেটের স্থাবর সম্পত্তি
নির্বাচনী হলফনামা অনুযায়ী ৭৯ লক্ষ ৪৪ হাজার ৭৫৪ টাকা। স্বামীর স্বাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৮ লক্ষ টাকা।
লকেট ও স্বামীর হাত নগদ
লকেটের হাতে নগদের পরিমাণ ৪৫ হাজার ৮০০ টাকা। স্বামীর হাতে রয়েছে ২২ হাজার ১০০ টাকা নগদ। সন্তানের হাতে রয়েছে প্রায় ১১ হাজার টাকা।
লকেটের বিমা ও অন্যান্য সম্পদ
SBI-তে ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩২৫ এবং ৩৪ লক্ষ ৪৭৪ হাজার ৩২৫ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে লকেটের। অ্যাক্সিস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ২০ লক্ষ টাকার। অ্যাক্সিস ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ২০ হাজার ৮৫৪ টাকা। আর একটি SBI অ্যাকাউন্টে ৪ লক্ষ ১২ হাজার ৭০৯ টাকা রয়েছে। ICICI ব্যাঙ্কে প্রসেনজিতের রয়েছে ১৪ হাজার ৫৩২ টাকা, অ্যাক্সিস ব্যাঙ্কে রয়েছে ১১ হাজার ৫৪৫ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ১ লক্ষ ৬৫ হাজার টাকার। ৪ লক্ষ ৭৭ হাজার ১৫৭ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে ICICI ব্যাঙ্কে। ছেলে প্রেমের SBI অ্যাকাউন্টে ৮৭ হাজার ৮৫ এবং অ্যাক্সিস ব্যাঙ্কে ৩ লক্ষ ১৪ হাজার ৫৪৯ টাকা রয়েছে।
লকেটদের অস্থাবর সম্পদ
লকেটের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি টাকা। আর স্বামীর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি টাকারও বেশি। ছেলের অস্থাবর সম্পদের পরিমাণ ৪ লক্ষেরও বেশি।
লকেটের বাড়ি
নির্বাচনী হলফনামা অনুযায়ী লকেটের সোনারপুরে দুটি ফ্ল্যাট রয়েছে। একটি ১০৭৪ ও অন্যটি ১৮৪০ স্কোয়ারফিট। স্বামীর রয়েছে একটি ৭২৫ স্কোয়ারফিটের ফ্ল্যাট। ফ্ল্যাটগুলি কেনা হয়েছিল ২০০৬ সালের আগে।। বর্তমান বাজারমূল্য ৩৫ লক্ষের বেশি।
লকেটদের গাড়ি
লকেটের একটি Toyota Fortuner গাড়ি রয়েছে, যার দাম ১২ লক্ষ টাকা। স্বামীর রয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকার মারুতি সুজুকি সুইফ্ট।
লকেটের গয়না
নির্বাচনী হলফনামা অনুযায়ী লকেটের প্রায় ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার গয়না রয়েছে।
লকেটের বিবিধ তথ্য
নির্বাচনী হলফনামায় লকেট নিজেকে অভিনেত্রী ও স্বামীকে চাকুরীজীবি বলে উল্লেখ করেছেন। তাঁর নামে মোট ২২টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন। তাঁর কোনও ঋণ নেই বলেও জানিয়েছেন তিনি।