- Home
- West Bengal
- West Bengal News
- টানা ২ দিন ১৯ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা, আর কত কমবে পারদ? শহরে জাঁকিয়ে ঠান্ডা কবে?
টানা ২ দিন ১৯ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা, আর কত কমবে পারদ? শহরে জাঁকিয়ে ঠান্ডা কবে?
কলকাতায় রাতের তাপমাত্রা কমেছে, যা স্বাভাবিকের থেকে কম। দক্ষিণবঙ্গের কিছু এলাকার তাপমাত্রা কালিম্পং-এর থেকেও নীচে নেমেছে, তবে আগামী পাঁচ দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

রাতারাতি নামল পরদ। রবিবারের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস কমেছে কলকাতার তাপমাত্রা। সোমবার গভীর রাতে মহানগরের তাপমাত্রা নেমে এসেছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে কমেছে তাপমাত্রা। উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া দক্ষিণবঙ্গের দখল পুরোপুরি নিতে পারেনি। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গার সর্বনিম্ন তাপমাত্রার মধ্যেই কালিম্পং-র থেকে নীচে নেমে এসেছে।
মঙ্গলবার সন্ধায় আলিপুর হাওয়া অফিস থেকে প্রকাশিক রিপোর্টে রয়েছে বিস্তারিত। সেখানে উল্লেখ করা হয়েছে, সোমবার শেষরাতে কালিম্পং-র তাপমাত্রা ছিস ১৬ ডিগ্রি। সেই সময় সিউড়ি -তে তাপমাত্রা ছিল ১৪.২। পুরুলিয়াতে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি। বাঁকুড়াতে তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি। কল্যাণীতে তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি।
আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা জানান, বাংলার দক্ষিণ ভাগে শীত পড়ে প্রধানত উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়ার প্রভাবে। কিন্তু উত্তরবঙ্গে সম্পূর্ণ আলাদা আবহাওয়ার প্যাটার্ন কাজ করছে।
বর্তমানে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। রবিবারের পর সোমবার শহরে তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। তেমনই মঙ্গলবারও কমেছে তাপমাত্রা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় আর তেমন হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, শীতের আমেজ থাকবে। নতুন করে আর তাপমাত্রার পতন হওয়ার সম্ভাবনা নেই।
