- Home
- West Bengal
- West Bengal News
- ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
Kolkata Winter Alerts: ডিসেম্বরের শুরুতেই মরশুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা। ছুটির দিনে আর কতটা নামবে তাপমাত্রা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

কলকাতার আজকের আবহাওয়া
ডিসেম্বরের শুরুতেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে হুঁ-হুঁ করে নামছে পারদ। রবিবার তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও পারদ পতন হয়েছে। তাপমাত্রা নেমেছে অন্তত ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিন আবহাওয়া এইরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
রাজ্যজুড়ে শীতের আমেজ বৃদ্ধি
অবাধ পশ্চিমের শীতল হাওয়া। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে জেলায়-জেলায়। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা অনেকটাই নেমেছে। আরও সামান্য কমবে। রবিবার তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ। সকালে শিশির এবং কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দৃশ্যমানতা কমতে পারে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
সক্রিয় ঘূর্ণাবর্ত
পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অসম ও মেঘালয়ের ওপর আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পূর্ব আরবসাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পাঞ্জাব এলাকায়। এর প্রভাবে উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। মালদায় ১৬ ডিগ্রির ঘরে পারদ। আগামী ৪/৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। মালদায় ১৬ ডিগ্রির ঘরে পারদ। আগামী ৪/৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমেছে। এখনো স্বাভাবিকের নিচে দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়ল। আরও সামান্য তাপমাত্রা কমতে পারে দু এক জেলাতে। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। আপাতত পাঁচ দিন প্রায় একই রকম তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়া। কলকাতায় এবং জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা।সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। উইকেন্ডে শীতের আমেজ বাড়বে।
কলকাতার আবহাওয়া
উত্তর পশ্চিমের শীতল হাওয়া চলবে। আংশিক মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লো। সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ভিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে কয়দিন?
এছাড়াও ভিন রাজ্যে শৈত্য প্রবাহের পরিস্থিতি ঝাড়খণ্ডে। ঘন কুয়াশার সম্ভাবনা হিমাচল প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট। কুয়াশা থাকবে ওড়িশাতেও।তামিলনাড়ু পন্ডিচেরি এবং করাইকালেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।
বিগত ডিসেম্বর মাসগুলিতে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা কম কবে ছিল-
২০২০ ; ১৭ ডিসেম্বর ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ ; ২০ ডিসেম্বর ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ ; ১৭ ডিসেম্বর ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩ ; ১৭ ডিসেম্বর ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ ; ১৫ ডিসেম্বর ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

