সংক্ষিপ্ত
এমন ঘটনা যে তা কখনও কল্পনাই করেনি কেউ। রাগের মাথায় পিসির সঙ্গে একি কাণ্ড করে বসল সে। টাকা নিয়ে বচসার জেরে শেষমেশ পিসির সঙ্গে এই কাণ্ড ঘটাল সে। আসলে ঘটনাটি ঘটেছে, জানা গিয়েছে গত ১৩ ডিসেম্বর গল্ফগ্রীন থানার অধীনে একটি ভ্যাটে এক মহিলার কাটা মুণ্ডু মেলে। আর সেখানকার এর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় মহিলার নলিকাটা নিথর দেহ। এমন এখটি ঘটনা ঘটার ফলে এলাকা খুব উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশের জানিয়েছে যে, পিসির কাছে টাকা ধার চাইতে গিয়েছিল যুবক। পিসি টাকা ধার দিতে অস্বীকার করায় ধারাল অস্ত্র দিয়ে পিসির গলার কোপ দিয়ে ধর থেকে মুণ্ডু আলাদা করে দেয়। ম়ত মহিলার নাম নাসিফা খাতুন, তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। ঘটনার দিন ভাইপো সাবির আলি পিস্র থেকে ১০ হাজার টাকা ধার চাইতে আসে। আর পিসি সেই টাকা দিতে অস্বীকার করে। এই নিয়েই শুরু হয় বচসা।
এর মধ্যেই বচসার জেরে পিসির গলার নলি কেটে দেয় ভাইপো আর দেহ লুকিয়ে ফেলে খাটের নীচে। পুলিশের কঠিন জেরার ফলে নিজের এই নৃশংস কাজের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। স্নীফার ডগের সাহায্যে দেহাংশ এবং অভিযুক্তের হদিশ পায় পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।