সংক্ষিপ্ত

রাহুল গান্ধীর ‘ভুল’-টিকে উল্লেখকে করে অমিত শাহ বলেন, ‘সেদিন যদি সেই সংশোধনীটি আসত, তাহলে হয়ত রাহুল গান্ধীকে আজ এই সাজা পেতে হত না।

'রাহুল গান্ধী' ইস্যুতে বর্তমানে মুখর হয়ে উঠেছে সারা দেশের রাজনৈতিক শিবির। সেই বিষয়ে এবার কথা বললেন কেন্দ্রীয় শাসক দলের ‘নাম্বার টু’-ও। জাতীয় সংবাদ সংস্থায় একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে কার্যত রাহুল গান্ধীর শাস্তির দায় রাহুল গান্ধীর ওপরেই চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির মুখ্য সেনাপতি অমিত শাহ। রাহুল গান্ধীকে যে আইনের ভিত্তিতে ‘মোদী’ সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জন্য সাংসদ পদ থেকে বরখাস্ত করা হয়েছে, সেই আইন বজায় রাখার দায় তাঁর ওপরেই চাপালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার একটি সাক্ষাৎকারে তিনি বলেন, যে আইনে রাহুল গান্ধির শাস্তি হয়েছে, সেটির সংশোধনের জন্য মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় একটি সংশোধনী আনা হয়েছিল। সেই সংশোধনীটি ছিড়ে ফেলে দিয়েছিলেন রাহুল গান্ধী। সেদিন যদি সেই সংশোধনীটি আসত, তাহলে হয়ত রাহুল গান্ধীকে আজ এই সাজা পেতে হত না। তিনি সাজা পেয়ে গিয়েছেন। এখন আর কিছু বলার নেই।’

এরপর ওই সাক্ষাৎকারে তিনি ফের গান্ধী পরিবারের বিরুদ্ধে থাকা পরিবারতন্ত্রের অভিযোগ উসকে দেন। তিনি বলেন, ‘এখন একটি পরিবারের জন্য তো আর একটা গোটা দেশের আইন বদল করে দেওয়া উচিত হবে না।’

লোকসভা থেকে যখন দেশের প্রধানমন্ত্রীর পদবী নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করার দায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বহিষ্কৃত করা হয়েছে, তখন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বারবার স্বৈরতন্ত্র ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছে সারা দেশের সমস্ত বিরোধী দলগুলি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রের শাসকদলের পক্ষ থেকে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ।

আরও পড়ুন-

হাসপাতালে ভর্তি করা হল পোপ ফ্রান্সিসকে, ধর্মগুরুর গুরুতর অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় সারা বিশ্বের ভক্তরা
রাতের অন্ধকারে জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এসে হাত ছিঁড়ে দিয়ে চলে গেল হাতি, উত্তরবঙ্গে মর্মান্তিক ঘটনা
৫ বছরের সাজা ঘোষণার পরেও ‘বন্দে ভারত’-এ হামলার কমতি নেই, আবার ঢিল ছুড়ে ভাঙা হল কাঁচ