- Home
- West Bengal
- West Bengal News
- লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে মার্চেই ঢুকবে ১৮০০ টাকা? দুর্দান্ত খবর দিয়ে তারিখ জানিয়ে দিলেন মমতা
লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে মার্চেই ঢুকবে ১৮০০ টাকা? দুর্দান্ত খবর দিয়ে তারিখ জানিয়ে দিলেন মমতা
সুখবর পেতে পারেন রাজ্যের মহিলারা। সারা রাজ্য জুড়ে শেষ হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। পেশ করা হয়েছে রাজ্য বাজেটও। তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা উল্লেখ করেননি মমতা। যদিও একধাক্কায় টাকা বাড়বে বলেই জানা যাচ্ছে। আসতে চলেছে দারুণ খবর।

নতুন বছরে দারুণ সুখবর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্মীর ভাণ্ডারের দরুন প্রতিমাসে ১০০০ থেকে ১২০০ টাকা সরাসরি ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে।
এই বছরেই আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার! তারিখও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar)।
এই প্রকল্পের দরুন প্রতিমাসে ১০০০ থেকে ১২০০ টাকা সরাসরি ঢুকে যায় মহিলাদের অ্যাকাউন্টে।
একবার নাম নথিভুক্ত করলেই ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত প্রতিমাসেই আর্থিক সাহায্য পাওয়া যাবে বলেই জানানো হয়েছিল এই প্রকল্পে।
তবে এবার ফের একবার লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
শুরুতে লক্ষীর ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সাধারণ মহিলাদের ৫০০ টাকা ও তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের ১০০০ টাকা মাসিক ভাতা দেওয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী।
পরবর্তীতে সেটা বাড়িয়ে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দেয়া হয়েছে। এর ফলে মহিলাদের তরফ থেকে একটা বড় অংশ তাকে সমর্থন করেছেন লোকসভা ভোটে। যার ফলও মিলেছিল হাতে নাতে।
মুখ্যমন্ত্রী বলেছেন ইতিমধ্যেই ২ কোটিরও বেশি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ও সুবিধা পাচ্ছেন।
সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা অনেকটাই বাড়বে বলে আশা করা হচ্ছে