- Home
- West Bengal
- West Bengal News
- এপ্রিল থেকে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এপ্রিল থেকে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01jj4mtz1bbs9pwyxcytzq2f4x/Lakshmir-4-1737470344235.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
এপ্রিল থেকে বন্ধ সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার! এমনই কড়া সিদ্ধান্ত নিল রাজ্য! এমনই শোনা যাচ্ছে কানাঘুঁষো। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র?
জানা গিয়েছে আগামী অর্থবর্ষ থেকে বন্ধ করে দিতে হবে বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?
শোনা যাচ্ছে রাজ্যের ভাণ্ডার শূন্য হয়ে যাচ্ছে যার দরুণ এই প্রকল্প চালানোর মতো আর যথেষ্ট টাকা নেই রাজ্য সরকারের কাছে। যার দরুণ এবার বন্ধ হবে এই প্রকল্প।
এখন মাসে মাসে ১০০০ টাকা করে পান সাধারণ শ্রেণর মহিলারা। অন্যদিকে তপশিলি জাতির মেয়েরা পান ১২০০ টাকা পান।
খুব তাড়াতাড়ি এই টাকা বেড় ৩০০০ হওয়ার কথা ছিল। কিন্তু তার মধ্যেই এই প্রকল্প নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।
আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার! বহুদিন চালানোর পরে অবশেষে বন্ধ হতে পারে এই জনপ্রিয় প্রকল্প।
তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফে। ঠিক কবে ঘোষণা করা হবে তা নিয়েও কোনও সঠিক ধারনা পাওয়া যায়নি।