Siliguri News Today: ভাড়াটিয়ার দাপটে জমি দখল! পথে বসেই অসহায় মা ছেলের প্রতিবাদ

শিলিগুড়িতে জমি কিনেছিলেন জিতেন্দ্রনাথ বিশ্বাস নামের এক ব্যক্তি। একটি ছোট ঘর বানিয়ে ভাড়া দেন মুক্তি সাহা নামে এক মহিলাকে। বছর দুয়েক আগে জিতেন্দ্র বাবু ভাবেন এবার মাটিগাড়াতেই স্থায়ী বাড়ি তৈরি করবেন। ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বললেও সে বাড়ি ছাড়ে না।

| Updated : Jan 02 2025, 04:56 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শিলিগুড়িতে জমি কিনেছিলেন জিতেন্দ্রনাথ বিশ্বাস নামের এক ব্যক্তি। একটি ছোট ঘর বানিয়ে ভাড়া দেন মুক্তি সাহা নামে এক মহিলাকে। বছর দুয়েক আগে জিতেন্দ্র বাবু ভাবেন এবার মাটিগাড়াতেই স্থায়ী বাড়ি তৈরি করবেন। সেই মতো ভাড়াটিয়াকে তিনি বাড়ি ছাড়তে বলেন। কিন্তু ভাড়াটিয়া ছাড়ে না। একাধিক অজুহাত দেখিয়ে যান অভিযুক্ত ভাড়াটিয়া। বছর খানেক আগেই মারা যান জিতেন্দ্র বাবু। স্বামী মারা যেতেই স্ত্রী ও পুত্র ভাড়াটিয়া বাড়ি ছাড়তে বলেন। তখনও ভাড়াটিয়া কোনও কর্ণপাত করে না। পুলিশের থেকেও কোনও সাহায্য না পেয়ে বৃদ্ধ মা ও ছেলে শিলিগুড়ি পোস্ট অফিসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে বসেই শুরু করেন প্রতিবাদ।

Related Video