সংক্ষিপ্ত
রাজ্যে এবার উপনির্বাচন।
রাজ্যে এবার উপনির্বাচন। হাড়োয়াকে বাদ দিয়ে মোট ৬টি বিধানসভার আসনের মধ্যে পাঁচটিতেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট।
সোমবার, সন্ধ্যায় রাজ্য বামফ্রন্টের তরফ থেকে সেই প্রার্থিতালিকা প্রকাশ করা হয়েছে। হাড়োয়া বিধানসভা বাদ রেখে সবকটি আসনেই প্রার্থী দিয়েছে তারা। উল্লেখযোগ্য বিষয় হল, কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে গেলেও একটি আসন ছাড়া হয়েছে সিপিআইএমএল (লিবারেশন)-কে।
নৈহাটি আসনে অতি বাম দলের প্রার্থী হচ্ছেন দেবজ্যোতি মজুমদার। এছাড়াও, কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী অরুণকুমার বর্মা। আলিপুরদুয়ার লোকসভার অধীন মাদারিহাট বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে বামফ্রন্টের শরীক আরএসপি। তাদের প্রার্থী পদ্ম ওঁরাও।
মেদিনীপুর বিধানসভাটি ছেড়ে দেওয়া হয়েছে বামফ্রন্টের শরিক সিপিআই-কে। সেখানে প্রার্থীর নাম মণিকুন্তল খামরুই। বামফ্রন্টের বড় শরীক সিপিএম আপাতত একটি আসনেই প্রার্থী দিয়েছে। বাঁকুড়ার তালড্যাংরা আসনে তাদের প্রার্থী দেবকান্ত মোহান্তি। হাড়োয়ায় আপাতত প্রার্থী দেওয়া হয়নি।
প্রার্থী তালিকার নীচে জানানো হয়েছে যে, পরে এই আসনেও প্রার্থীর নাম ঘোষণা করা হবে। গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে, সংযুক্ত মোর্চার অধীনে বামফ্রন্ট, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) একসঙ্গে লড়াই করেছিল।
সেই সুবাদে হাড়োয়া আসনে লড়েছিল নওশাদ সিদ্দিকির দল আইএসএফ। এবারের উপনির্বাচনে কংগ্রেসের মতোই বামফ্রন্টের সঙ্গে জোট হয়নি তাদের। অবশ্য বামফ্রন্টের আশা, আরজি কর কাণ্ডের জেরে এবারের ভোটে ভালো ফল করবে তারা। তৃণমূল এবং বিজেপির মতো বামফ্রন্টও স্থানীয় প্রার্থীদের উপরেই জোর দিয়েছে। অন্যদিকে, কংগ্রেসও এই ৬টি কেন্দ্রেই প্রার্থী দেবে বলে খবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।