- Home
- West Bengal
- West Bengal News
- গরমের কারণে আবারও কি বন্ধ হয়ে যাবে স্কুল? পর্ষদকে চিঠি লিখে কিসের আর্জি জনাল জেলাগুলি
গরমের কারণে আবারও কি বন্ধ হয়ে যাবে স্কুল? পর্ষদকে চিঠি লিখে কিসের আর্জি জনাল জেলাগুলি
Morning School: জুনের প্রথম সপ্তাহেই খুলে গেছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল। কিন্তু জুন মাসের শুরু থেকেই পাল্লা দিয়ে চড়ছে পারদ। পর্ষদকে চিঠি লিখে আর্জি জানাল জেলাগুলি।
- FB
- TW
- Linkdin
Follow Us
)
অস্বস্তিকর গরম
জুনের প্রথম সপ্তাহেই খুলে গেছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল। কিন্তু জুন মাসের শুরু থেকেই পাল্লা দিয়ে চড়ছে পারদ।
অস্বস্তি আর প্রবল গরম
কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলা ও পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। স্কুল যেতে গিয়ে সমস্যা বাড়ছে পড়ুয়াদের।
গরমের ছুটি শেষেই আবহাওয়া বদল
গরমের ছুটির পরই গরমে ঘেমে নেয়ে স্নান করে যেতে হচ্ছে। তাই অনেকেই মনে করছেন এই অবস্থায় প্রাথমিক স্কুলগুলি সকালে করা উচিৎ। নাহলে আবারও বন্ধ করে দিলে ভাল।
শিশুদের স্বাস্থ্য
শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে গরমের মধ্যে। অনেক শিশুই গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে। নিয়মিত স্কুলে যেতে সমস্যা হচ্ছে।
পর্ষদকে চিঠি
এই অবস্থায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটি চিঠিও লেখা হয়েছে। সেখানে মূলত রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলি সকালে করার আর্জি জানান হয়েছে।
পর্ষদকে চিঠি
বীরভূমের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানিয়েছেন, তিনি নিজে এই বিষয়ে পর্ষদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। দ্রুত সকালে স্কুল চালু করা আর্জি জানিয়েছেন।
অন্যান্য জেলার আর্জি
নতুন করে আর গরমের কারণে ছুটি না দিয়ে সকালে প্রাথমিক স্কুল করার আর্জি জানান হয়েছে দুই মেদিনীপুর আর বাঁকু়ড়া জেলা থেকেও।
প্রাথমিক শিক্ষা পর্যদ
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এই বিষয়ে নমনীয় মনোভাবই দেখিয়েছে। তারা আগেই জানিয়েছিল, তীব্র গরমের কারণে কোনো স্কুল কর্তৃপক্ষ চাইলে এপ্রিল মাস থেকেই মর্নিং শিফটে ক্লাস করাতে পারে। এর জন্য শুধুমাত্র একটি অফিসিয়াল প্রস্তাব পর্ষদের কাছে পাঠাতে হবে।
স্কুলগুলির করণীয়
এই গরমের মধ্যে পড়ুয়ারা যাতে অসুস্থ না হয়ে যায় তারজন্য স্কুলগুলির উচিৎ ক্লাসরুমে পর্যাপ্ত আলো আর হাওয়ার ব্যবস্থা করা। বাতাস চলাচলের বিষয়টিতে জোর দেওয়া।
জলের ব্যবস্থা
স্কুলগুলির উচিৎ পড়ুয়াদের জন্য স্কুলে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা। গরমে পড়ুয়াদের বারবার জল পানের ব্যবস্থা করা।
অভিভাবকদের করণীয়
প্রত্যেক পড়ুয়াকে হালকা কিছু খাইয়ে তবেই স্কুলে পাঠাতে হবে। সঙ্গে জল দিতে হবে। হালকা ও সহজপাচ্য টিফিন দেওয়া জরুরি।
ওআরএস
স্কুল ও অভিভাবকরা পড়ুয়াদের ওআরএস, লেবুর জল, নুন-চিনির জল খাওয়াতে পারেন।