Lionel Messi GOAT India Tour: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করা হয়েছে।

DID YOU
KNOW
?
হায়দরাবাদে লিওনেল মেসি
কলকাতার পর হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে আছেন লুই সুয়ারেজ ও রডরিগো ডে পল।

Satadru Dutta: শুক্রবার রাত পর্যন্ত তিনি ছিলেন নায়ক। শনিবারের বারবেলা থেকেই অবশ্য বাংলার ফুটবলপ্রেমীদের কাছে তিনি এক নম্বর খলনায়ক। সোশ্যাল মিডিয়ায় তাঁর সমালোচনা চলছে। তাঁকে প্রতারক বলে তোপ দাগা হচ্ছে। গ্রেফতার হয়েছেন শতদ্রু দত্ত। কিন্তু তারপরেও তাঁর প্রতি ফুটবলপ্রেমীদের রোষ কমছে না। হুগলি জেলার রিষড়ার বাঙুর পার্ক অঞ্চলে শতদ্রুর বাড়ি। সেখানে ফুটবলপ্রেমীদের ক্ষোভ আছড়ে পড়তে পারে আশঙ্কা করে পুলিশ পিকেট বসানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রিষড়া থানা। চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Commissionerate) পক্ষ থেকে রিষড়া থানায় বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত শতদ্রুর বাড়িতে জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটার লক্ষণ দেখা যায়নি। তবে পুলিশ কোনওরকম ঝুঁকি নিতে নারাজ।

কে এই শতদ্রু?

শ্রীরামপুর হোলি হোম স্কুলে (Holy Home School, Serampore) পড়তেন শতদ্রু। ছোটবেলায় তিনি ক্রিকেট খেলতেন। একসময় বেসরকারি সংস্থায় চাকরি করতেন। আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। পরে সেই কাজে আরও বড় পদক্ষেপ নেন। বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাংলায় নিয়ে এসে চমকে দেওয়া শুরু করেন। যে সব খেলোয়ারকে একবার চোখে দেখার জন্য আসমুদ্র হিমাচল পাড়ি দিতে পারেন তাঁদের ভক্তরা, সেই সব খেলোয়াড়কে আনতে শুরু করেন। কলকাতায় আনলে নিজের বাড়িতেও আনতেন। বাড়িতেই বানিয়ে ফেলেন ফুটবল মাঠ। পেলে (Pele), কাফু (Cafu), এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martínez), রোনাল্ডিনহোকে (Ronaldinho Gaúcho) কলকাতায় নিয়ে আসেন। লিওনেল মেসিকে (Lionel Messi) আনতে অনেক কাঠখড় পুড়িয়েছেন। মেসির বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করে রাজি করান।তারপর মেসির সঙ্গে দেখা করে দিনক্ষণ ঠিক করেন। শনিবার সেই মেসি শোয়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন। হাজার হাজার মেসি ভক্ত ভিড় জমান বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan)। কিন্তু মেসি-দর্শন না করতে পেরে চরম বিশৃঙ্খলা-ভাঙচুর কলকাতার মাথা হেঁট করে দিয়েছে।

শতদ্রুর প্রতিবেশীরাও হতাশ

শতদ্রুর প্রতিবেশীরা জানিয়েছেন, ‘এর আগে যখন মার্টিনেজ এলেন তখন সব ঠিকঠাক ছিল। শনিবার অব্যবস্থার কারণে মেসিকে দেখতেই পাননি কেউ। যাঁরা দর্শকাশনে ছিলেন অনেক দূরে তাঁরা কোনওভাবেই মেসিকে দেখতে পাননি। নেতা-মন্ত্রীদের ভিড় ছিল মেসিকে ঘিরে। মাঠ প্রদক্ষিণ করেননি মেসি। মাত্র কয়েক মিনিট থেকেই মাঠ ছাড়েন তিনি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন দর্শকরা।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।