সংক্ষিপ্ত

সোম ও মঙ্গলবার লিপস অ্যান্ড বাউন্ডস-এর আলিপুরের অফিসে টানা ১৮ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় সংস্থার একটি কম্পিউটার থেকে ১৬টি মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করা হয়েছে।

 

এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে লালবাজারের দ্বারস্থ হল লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড়। সংস্থার অভিযোগ ইডির অফিসাররা চলে যাওয়ার পরে দেখা গেছে সংস্থার কম্পিউটারে অচেনা অনেকগুলি ফাইল ডাউনলোড করা হয়েছে। সংস্থার কর্মী শুক্রবার লালবাজারে এমনই অভিযোগ দায়ের করেন। সম্প্রতি টানা ১৮ ঘণ্টা লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় তল্লাশি চালিয়েছিল ইডি।

সংস্থার অভিযোগ

গত সোম ও মঙ্গলবার লিপস অ্যান্ড বাউন্ডস-এর আলিপুরের অফিসে টানা ১৮ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় সংস্থার একটি কম্পিউটার থেকে ১৬টি মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করা হয়েছে। সংস্থার অভিযোগ এগুলি ইডির আধিকারিকরা বেআইনিভাবে ডাউনলোড করেছে। তথ্যের হেরাফেরি হয়েছে। তারপরই এই দিনই সংস্থার পক্ষ থেকে লালবাজারে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রের খবর এটি সাইবার ক্রামাইমের আওয়াত পড়ে। সংস্থার এক কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি এদিন লালবাজারে অভিযোগ করেন। তিনি এই সংস্থার উচ্চপদস্থ কর্মী। তাঁর দাবি তল্লাশির সময় ইডির আধিকারিকরাই সংশ্লিষ্ট কম্পিউটারটি নিয়ন্ত্রণ করছিল। তারাই বেআইনিভাবে ফাইল ডাউনলোড করেছিল।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কত টাকা খরচ হয়? বিধানসভায় হিসেব হিসেব পেশ শশী পাঁজার

লিপস অ্যান্ড বাউন্ডস-

নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে ধৃত কালীঘাটের কাকু বা সুজয়কৃষ্ণ ভদ্র এই সংস্থার উচ্চপদে ছিলেন। ইডির অভিযোগ এই সংস্থায় বলেও টাকার বিনিয়েম বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। একটা সময় এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার ও মঙ্গলবার টানা তল্লাশির পর ইডি একটি লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছি, এই সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ২০১২-১৪ সাল পর্যন্ত তিনি এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন।

G-20 সামিটে অনুপস্থিত পুতিন, গ্রেফতারি এড়াতেই এই পদক্ষেপ রুশ প্রেসিডেন্টের

মমতার অভিযোগ

যাইহোক ২১-২২ অগাস্ট ইডির তল্লাশি নিয়ে রীতিমত সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আমাদের বাড়িতে প্রায়ই অত্যাচার করছে। কালকে সারারাত না জানিয়ে চলে গিয়েছিল ৪-৫টি জায়গায়। আমাকে কেউ কিছু বলেনি। আমি সকাল ৬টা আইনজীবী মারফর জানতে পারলান। ছেলেটা সবে বিদেশ থেকে এসেছে। শুনেই বাবুরা বেরিয়ে পড়েছে।' মমতার অভিযোগ এজাতীয় তল্লাশি পুরোটাই বেআইনি। তাঁর যুক্তি হল, কারও বাড়িতে পুলিশ গেলে সংশ্লিষ্ট কর্তাতে তা জানাতে হবে। রেড করার সময়ও বাড়ির লোকের উপস্থিতি থাকবে। কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলি রেড করে যায় কাউকে কিছুই জানায় না। তারপরই মমতা বলেন, 'তুমি কারও বাড়িতে যাচ্ছ না জানিয়ে তারও নিরাপত্তার কারণ আছে। তুমি যদি লুকিয়ে বিস্ফোরক বা বন্দুক রেখে যাচ্ছ না কে তার গ্যারান্টি নেবে। তুমি যে কোটি টাকা নিজে বাক্স করে নিয়ে ঢুকছো না তা জানার তো কোনও জায়গা নেই।' তিনি বলেন এজাতীয় ঘটনা কখনই আইনি নয়।

মুক্তি পেল মদন মিত্রের প্রথম ছবি 'ও লাভলি', অনুগামীদের সঙ্গেই সিনেমা হলে বিধায়ক