সংক্ষিপ্ত
পুজোর আগেই মদের নতুন দাম কার্যকর করা হবে। আগামী ১৪ অগাস্ট থেকে বর্ধিত মদের দাম বা নতুন দাম কার্যকর হবে রাজ্যে।
সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। এবার আবার বাড়তে চলেছে মদের দাম। সম্প্রতি বিয়ারের দাম কমানো হয়েছিল। কিন্তু এবার বিয়ার-সহ একাধিক মদের দাম বাড়তে চলেছে। পুজোর আগেই নতুন দাম কার্যকর করা হবে। আগামী ১৪ অগাস্ট থেকে বর্ধিত মদের দাম বা নতুন দাম কার্যকর হবে রাজ্যে।
কতটা বাড়বে মদের দাম-
আএমএফএল ও ফরেন লিকারের দাম গড়ে ৫-৭ শতাংশ বাড়তে পারে। দেশি মদ বা কান্ট্রি স্পিরিটের দাম বোতলে ৫-১০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আগামী ২৬ জুলাই সেই সংক্রান্ত বিড জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ জুলাই সেই সংক্রান্ত বিড খোলা হবে। এরপর ১৪ অগাস্ট নতুন দাম কার্যকর করবে রাজ্য।
এর আগে ২০২১ সালে পশ্চিমবঙ্গে দাম বেড়েছিল মদের। এরপর ২০২২ সালে বিয়ারের দাম কমিয়েছিল রাজ্য সরকার। এবার আবার ফের বিয়ার সহ সব মদেরই দাম বাড়ার তুমুল সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী ৬০০ মিলিলিটারের যে দেশি মদের বোতল রয়েছে তার দাম বর্তমানে ১৫৫ টাকা। নতুন দাম হতে পারে ১৬০ টাকা। আর ৩০০ ও ৩৫০ মিলি মদের ছোট বোতলের দাম যথাক্রমে ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ ও ৯৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হবে। রাজ্য সরকারের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে বিয়ারের বোতলের দাম ১৩৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১৫০ টাকা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে পুজোর আগেই আসতে চলেছে খারাপ খবর- বিশেষ করে সুরাপ্রেমীদের জন্য।