সংক্ষিপ্ত

রাজ্যের আরও দুই আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। ডায়ন্ডহারবার ও ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা। বাকি রয়েছে দুটি কেন্দ্র।

 

রাজ্যের আরও দুটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। বীরভূম আর ঝড়াগ্রামের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। এপর্যন্ত রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৪০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত দুটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। যারমধ্যে একটা ডায়মন্ড হারবার ও অন্যটি আসানসোল।

দুই আসনের প্রার্থী- অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূম। সেখানে তিন বারের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন আমলা দেবাশিস ধরকে। সম্প্রতি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন এই আইপিসে। অন্যদিকে ঝাড়গ্রাম আসনে প্রার্থী করা হয়েছে প্রণত টুডুকে। দুজনেই নিয়েই বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। দুই জনই সম্প্রতি চাকরি থেকে ইস্তফা দেন। প্রণত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের ডাক্তার ছিলেন। আর দেবাশিস আইপিএস অফিসার ছিলেন। যদিও শীলতখুচিকাণ্ডের পর থেকে তিনি ওয়েটিংএ ছিলেন। তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির তদন্তও হচ্ছিল। দেবাশিসকে বিজেপি বীরভূম কেন্দ্রের প্রার্থী করেছেন। আর ঝড়াগ্রামের প্রার্থী ভূমিপুত্র প্রণত টুডু।

Abhishek Banerjee: '৪২ আসনেই প্রার্থী তুলে নেব যদি...', মথুরাপুর থেকে বিজেপিকে এই ভাষাতেই চ্যালেঞ্জ অভিষেকের

BJP Candidate list: বিজেপির অষ্টম প্রার্থী তালিকায় বড় চমক- গেলেন সানি দেওল , এলেন প্রাক্তন কংগ্রেস নেতার স্ত্রী

 

এখনও বাকিঃ

রাজ্যের দুটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা এখনও বাকি রয়েছে। একটি ডায়মন্ড হারবার। অন্যটি আসানসোল। আসানসোল কেন্দ্রে আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছিল। বিজেপি প্রার্থী করেছিল পবন সিংকে। কিন্তু তিনি সরে আসেন। তারপর থেকেই এই কেন্দ্র খালি রয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা বাকি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে বিজেপির কড়া সমালোচক। তাঁর বিরুদ্ধে প্রার্থী করার জন্য একাধিক নাম আলোচনা হয়েছে। যার মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারী, কৌস্তভ বাগচী, সোনালি গুহ। বিজেপি সূত্রের খবর কেউ অভিষেকের বিরুদ্ধে দাঁড়াতে রাজি হননি। এই নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক ৩ লক্ষ ভোটের ব্যবধানে জেতার কথাই বলছেন।

IT Notice: 'অর্থ সংগ্রহ কংগ্রেসের একটি কেলেঙ্কারি', আয়কর নোটিশ নিয়ে পাল্টা সোশ্যাল মিডিয়া পোস্ট অখিলেশ মিশ্রর