সংক্ষিপ্ত

সন্দেশখালিতে যা হয়েছে তা সবটাই সাজানো? রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যা দাবি করা হয়েছে সেটাই ঠিক? স্থানীয় এক বিজেপি নেতার দাবি ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

সন্দেশখালিতে যা হয়েছে সবটাই নাটক? সন্দেশখালি ২ বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এক গোপন ভিডিওতে এমনই দাবি করেছেন। এই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমরা শুভেন্দুদার নির্দেশ সব করেছি। শুভেন্দুদা আমাদের যা করতে বলেছিল করেছি। সন্দেশখালির আন্দোল এতদিন টিকে আছে কেন? শুভেন্দুবাবু দেখেনি? শুভেন্দুবাবু এখনও ধরে রেখেছে তাই এই আন্দোলন এখনও টিকে আছে। না হলে এই আন্দোলন ধরে রাখার ক্ষমতা কারও নেই। শুভেন্দুদা মোবাইল ফোন, টাকা পাঠিয়েছে। খালি হাতে হবে না। শুভেন্দুদার নির্দেশেই আমরা তৃণমূলের লোকজনকে বুঝিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করিয়েছি। শুভেন্দুদা বলেছিল, এটা না করতে পারলে, তাবড় তাবড় মালকে গ্রেফতার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না।' এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

শুভঙ্কর গিরি কে?

এই গোপন ভিডিওতে গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে, শুভঙ্কর গিরি নামে একজন শুরুতে আন্দোলনে সাহায্য করছিল। কিন্তু পরে টাকা নিয়ে সমস্যা হওয়ায় সে সরে যায়। তবে শুভেন্দু শুরু থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। গঙ্গাধর বলেছেন, ‘শুভেন্দুদাই সবকিছু দেখত। ওর পিএ পীযূষও এখানে এসেছে। শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়াত। আমাকে খুব একটা গুরুত্ব দেয়নি। আমিও ওকে গুরুত্ব দিইনি। ও মহিলাদের ধর্ষণের মিথ্যা অভিযোগ করতে বলেছিল। কোনও মহিলা না বলেনি। আমরা ওদের যেটা করতে বলেছি সেটাই করেছে।’

YouTube video player

রেখা পাত্রও মিথ্যা অভিযোগ করেছেন?

ভাইরাল ভিডিওতে গঙ্গাধরকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর নামও করতে শোনা গিয়েছে। তবে এ বিষয়ে এখনও শুভেন্দু বা রেখার সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্য বিজেপি নেতৃত্বও এ বিষয়ে কিছু বলতে চাইছেন না। তবে এই ভিডিও ঘিরে ফের রাজ্য রাজনীতিতে সন্দেশখালি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সন্দেশখালি নিয়ে বড় দাবি ইডির, শাহজাহানের দৌলতে জমি দখলের টাকা পেয়েছে রাজ্যের কয়েকজন মন্ত্রী- বেনিয়ম টেন্ডারেও

সন্দেশখালি কান্ডে বড় ধাক্কা খেল তৃণমূল সরকার! সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের

YouTube video player