সংক্ষিপ্ত
লোকসভা নির্বাচনে হটসিট ব্যারাকপুর। একটা সময় বামদের খাসতালুক ছিল। তারপরই রঙ বদলেছে। এবার কার হাতে যাবে ব্যারাকপুর।
লোকসভা নির্বাচনের হটসিট ব্যারকপুর। এই এলাকায় তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে মূলত ক্ষমতা দখলের লড়াই। কিন্তু সিপিএমও এই কেন্দ্র প্রার্থী দিয়ে শিল্পাঞ্চল দখলে মরিয়া চেষ্টা করছে। অর্জুন-পার্থর লড়াইয়ের মধ্যে পড়তে হবে দেবদূতকে।
বিজেপি প্রার্থী অর্জুন সিং-
গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন অর্জুন সিং। বিজেপির প্রতীকে প্রার্থী হয়ে জিতে সংসদে গিয়েছিলেন। তারপর আবার তৃণমূলে প্রত্যাবর্তন। কিন্তু এবারও তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। এই ঘটনার মাত্র কয়েক দিন পরে দিল্লিতে গিয়ে বিজেপির খাতায় নাম লিখিয়ে প্রার্থী হয়েছেন। বিজেপিও দ্বিতীয় তালিকায় অর্জুনের নাম ঘোষণা করেছিল। সেই থেকেই প্রচারের ময়দানে অর্জুন। একদিকে তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলছেন। অন্যদিকে নিজের ও মোদী সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন তিনি।
NIA Issue: 'মমতার লাগাতার উস্কানিতেই এনআইএ-র ওপর হামলা', পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি নিশীথ প্রামাণিকে
তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক- বর্তমানে রাজ্যের নেতাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজনের তালিকায় রয়েছে পার্থ ভৌমিক। রাজ্যের মন্ত্রী। তাকেই এবার নির্বাচনে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুনের বিরুদ্ধে দাঁড় করিয়ে বাহুবলী প্রার্থীকে একটি বার্তা দিতে চেয়েছেন বলেও সূত্রের খবর। পার্থ অবশ্য জেতার ব্যাপারে আশাবাদী। তিনি অবশ্য পাল্টা অর্জুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরেছেন।
Mamata On NIA Attack: 'মহিলারা কি হাতে শাঁখা বালা পরে বসে থাকবে? 'ভূপতিনগর নিয়ে তোপ মমতার
সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ- অভিনেতা রাজনীতিবিদ। দীর্ঘদিনের বামেদের সঙ্গে। করোনার সময় বামেদের সঙ্গে কাজ করেছিলেন। রেডভলেন্টিয়ারদের সাহায্যের দিকে হাত এগিয়ে দিয়েছিলেন। খারাপ সময়ও তিনি বামেদের ছেড়ে যাননি। কিন্তু তাঁকে যথেষ্ট কঠিন আসনে প্রার্থী করেছেন বিমান বসুরা। যদিও এই এলাকা একটা কালে ছিল বামেদের শক্ত ঘাঁটি। তাই পার্থ আর অর্জুনের লড়াইয়ের মধ্যেই দেবদূতকে পাঠিয়ে লাভের ফল ঘরে তুলতে চাইছে বামেরা।
ব্যারাকপুর শিল্পাঞ্চাল একটা সময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। টানা পাঁচ বারের সাংসদ তড়িৎ বরণ তোপদার। ২০১৪ সালে তিনি পরাজিত হন দীনেশ ত্রিবেদীর কাছে। কিন্তু দীনেশ এই কেন্দ্রের একবারের সাংসদ ছিলেন। গত নির্বাচনে দলবদলু অর্জুন সিং-এর কাছে পরাজিত হন। কিন্তু তৃণমূল রাজ্যসভায় পাঠায়। যদিও তারপর তিনি তৃণমূলের সঙ্গে সম্পর্কি ছিন্ন করে পদ্ম শিবিরে নাম লেখান। তারপর থেকেই এই কেন্দ্রের একচ্ছত্র অধিপতি হয়ে যান অর্জুন সিং। কিন্তু এবার তাঁর পথে দুটি কাঁটা- দেবদূর আর পার্থ।