সংক্ষিপ্ত

রবিবার সকাল থেকে লোকসভা নির্বাচনের প্রচারে বাংলায় ব্যস্ত থাকলেন নরেন্দ্র মোদী। কলকাতার কাছেই কয়েকটি জায়গায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করলেন মোদী।

রবিবার হাওড়ার সাঁকরাইলে লোকসভা নির্বাচনের প্রচারে এসে স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরলেন নরেন্দ্র মোদী। সারা বিশ্বে হাওড়ার পরিচিতি যে সেতুর জন্য, সেই হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে বলে জানালেন মোদী। তিনি আরও বলেন, সাঁতরাগাছি ও শালিমার রেল স্টেশনের উন্নতির জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ায় দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রোরেল চালু হওয়ার কথাও উল্লেখ করেছেন মোদী। তিনি আরও বলেন, অতীতে বাংলার জন্য রেল বাজেটে ৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হত। তাতে কোনও লাভ হত না। এখন অনেক বেশি বরাদ্দ করা হচ্ছে এবং কাজও হচ্ছে।

হাওড়া, উলুবেড়িয়ার বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে মোদী

রবিবার সাঁকরাইলের জনসভায় হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চিকিৎসক এবং উলুবেড়িয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর হয়ে প্রচার করেন মোদী। কয়েকদিন আগেই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী। তিনি ভালোভাবে দাঁড়াতে পারছেন না। এদিন সাঁকরাইলের জনসভায় হুইল চেয়ারে বসেই মঞ্চে ছিলেন অরুণ। মোদী যখন তাঁর নাম ঘোষণা করেন, তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে দাঁড়ানোর চেষ্টা করতে বারণ করেন মোদী। তিনি নিজেই অরুণের হুইল চেয়ারের পিছনে গিয়ে দাঁড়ান। বাংলার ভবিষ্যতের জন্য হাওড়া জেলার ২ বিজেপি প্রার্থীকেই জেতানোর আহ্বান জানান মোদী। ২০ মে হাওড়া ও উলুবেড়িয়ায় লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ। সেদিন সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন মোদী

হাওড়াবাসীদের প্রণাম মোদীর

সাঁকরাইলের জনসভায় ভাষণের শেষ দিকে বিজেপি নেতা-কর্মীদের মোদী বলেন, 'আমার হয়ে একটা কাজ করতে হবে আপনাদের। সবার বাড়িতে গিয়ে বলতে হবে, মোদী আপনাদের প্রণাম জানিয়েছেন।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বাংলাকে দুর্নীতির হটস্পটে পরিণত করেছে তৃণমূল', ব্যারাকপুরে মমতা সরকারকে একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদী

YouTube video player

YouTube video player