সংক্ষিপ্ত
সন্দেশখালিতে আন্দোলন শুরু হয়েছিল মূলত মহিলাদের উপর অত্যাচার, অসম্মানের অভিযোগ নিয়ে। শনিবার লোকসভা নির্বাচনে সপ্তম দফার ভোটগ্রহণের দিনেও মহিলাদের অসম্মানের অভিযোগ উঠল।
শনিবার সন্দেশখালিতে লোকসভা নির্বাচনে সপ্তম দফার ভোটগ্রহণের দিনও মহিলাদের উপর অত্যাচার, অসম্মানের অভিযোগ উঠল। ভোটের আগে থাকতেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রামবাসীদের ভয় দেখানো, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ উঠল। জেলবন্দি শেখ শাহজাহানের ভাই সিরাজ ও তাঁরপ দলবলের বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠল। পুলিশের বিরুদ্ধেও মহিলাদের অসম্মানের অভিযোগ উঠল। সন্দেশখালির বেড়মজুর অঞ্চলের মহিলাদের অভিযোগ, 'তৃণমূল কংগ্রেসের লোকজন আমাদের মারধর করেছে। শুক্রবার রাতে আমাদের উপর অত্যাচার হয়। বাধ্য হয়ে আমরা সারারাত জেগে পাহারা দিয়েছি। শুক্রবার রাতে বাইকে বসে তিনজন এসে আমাদের একজন মহিলার কাপড় ধরে খুলে দিয়েছে। ও চিৎকার করে ওঠে। আমরা সেই চিৎকার শুনে বেরিয়ে আসি। তখন দেখলাম পুলিশের গাড়ি আছে। সেই গাড়ি থেকে নেমে এসে ওরা আমাদের মেরেছে।'
পুলিশের পোশাক পরে শাহজাহানের বাহিনী?
সন্দেশখালির মহিলাদের দাবি, পুলিশের গাড়ি থেকে যারা নেমে এসে তাঁদের মারধর করেছে, তাদের গায়ে পুলিশের পোশাক থাকলেও, তারা আদৌ পুলিশ নয়। মহিলাদের আরও মারাত্মক অভিযোগ, 'মহিলাদের এমন জায়গায় মার যাতে কাউকে দেখাতে না পারে।' শাহজাহানের বাহিনী মুখে কালো কাপড় বেঁধে ছিল বলেও অভিযোগ সন্দেশখালির মহিলাদের।
কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও ক্ষোভ
এবারের লোকসভা নির্বাচনে সারা দেশের নজর ছিল সন্দেশখালির দিকে। শনিবার ভোটগ্রহণের দিন সন্দেশখালির বিভিন্ন জায়গায় ভোটারদের ভয় দেখানো, অত্যাচারের অভিযোগ উঠল। দফায় দফায় উত্তেজনা ছড়াল। সারাদিন নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ছুটে বেড়ালেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি সন্দেশখালির মহিলাদের আন্দোলনের অন্যতম মুখ। তাঁকে প্রার্থী করে সন্দেশখালি থেকে বেশিরভাগ ভোট পাওয়ার লক্ষ্যে বিজেপি। ৪ জুনই বোঝা যাবে ভোটে রেখা কতটা লড়াই করতে পারলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ফের উত্তপ্ত সন্দেশখালি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিল গ্রামবাসীরা!
'ওঁর বাড়ির মা-বোনেরাই ২০০০ টাকায় লাইনে নেমেছে'! অভিষেকের মুখে ঝামা ঘষল সন্দেশখালি, দেখুন ভিডিও