সংক্ষিপ্ত
সম্প্রতি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি নিজের সমাজমাধ্যম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, ‘বসিরহাটের যে বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাঁকেও ২০০০ টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে’।
‘বসিরহাটের যে বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাঁকেও ২০০০ টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে’। এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুকে সামনে রেখেই গর্জে উঠলেন সন্দেশখালির মা বোনেরা। সম্প্রতি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি নিজের সমাজমাধ্যম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, ‘বসিরহাটের যে বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাঁকেও ২০০০ টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে’।
উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনে আবহে পশ্চিমবঙ্গের অন্যতম জ্বলন্ত ইস্যু হল সন্দেশখালি। সম্প্রতি আবার একটি ‘স্টিং অপারেশনে’র ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকে এই আরও বেড়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার নিশানা করা হয়েছে বিজেপিকে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সন্দেশখালির মহিলারা।
কী বলেছেন সন্দেশখালির মহিলারা
একজন মহিলা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছেন। চ্যালাচামুন্ডাদের দিয়ে আমাদের মিথ্যেবাদী প্রমাণ করছেন। আমাদের মিথ্যে দোষারোপ করছেন। ২০০০ টাকার বিনিময়ে আমরা রাস্তায় ইজ্জত বিক্রি করতে নেমেছি?’
আর একজন বলেন, ‘উনি যখন রেট ঠিক করেছেন… উনি যখন পাকাপাকি বলছেন, ২০০০ টাকায় মা-বোনেরা সাজানো ঘটনা বলছেন… আমরা বিক্রি হয়ে গিয়েছি। আমরা তো কাঠের পুতুল! আমাদের যেভাবে বলছে সেভাবে চলছি। উনিই বলছেন। তাহলে ওনার ঘরে যে মা-বোনেরা আছেন, তাঁদের কি ২০০০ টাকার দাম দিয়ে লাইনে রেখেছেন?’
এই ভিডিওটি শেয়ার করে তরুণজ্যোতি লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসির গালে সপাটে থাপ্পর মারল সন্দেশখালির সাধারণ মহিলারা। কতটা নোংরা হলে মহিলাদের ইজ্জতের দাম বেঁধে দেওয়া যায়, কালীঘাটের বিশেষ এলাকায় এটার প্রচলন অত্যন্ত প্রাচীন তাই স্বভাববশতই মনে হয় তৃণমূল কংগ্রেস এইরকম নোংরামি করছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।