- Home
- West Bengal
- West Bengal News
- সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বঙ্গে? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বঙ্গে? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং পরবর্তী ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইলেও, আপাতত বঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে।

ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ। পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল। সোমবারের মধ্যে সেটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার কথা। সূত্রের খবর, পরবর্তী ৪৮ ঘন্টায় তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আপাতত দক্ষিণ আন্দামান সাগর এবং মাকৃলাক্কা প্রণালীর কাছে অবস্থান করছে। গত ২৪ ঘন্টায় তা আরও সুষ্পষ্ট হয়েছে। এর প্রভাব পড়তে চলেছে বাংলায়। জেনে নিন কেমন থাকবে আবহাওয়া।
সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবারের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগোবে। এর জেরে ২৪ নভেম্বর, সোমবার পর্যন্ত আন্দামান সংলগ্ন উত্তাল থাকবে। এমনই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
সূত্রের খবর, আজ বৃষ্টিনা হলেও উত্তাল থাকবে সমুদ্র। তেমনই মঙ্গলবারও সমুদ্রে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে আজ হতে পারে ভারী বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘন্টায় সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চলের প্রভাব এখনই পড়বে না বঙ্গে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি।

