মাধ্যমিক শুরু হতেই যেন বিপত্তি।

ছাদের ঘর থেকে উদ্ধার এক ছাত্রের ঝুলন্ত দেহ। সোমবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গারুলিয়ায়। আর এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাতে।

পুলিশ সূত্রে খবর, মৃত সেই পরীক্ষার্থীর নাম দ্বীপ সূত্রধর। ১৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগর বি-ব্লক এলাকার বাসিন্দা ছিল এই ছাত্রটি। সোমবার, মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন বাংলা পরীক্ষা দিয়ে এসে বেশ খোশমেজাজেই ছিল দ্বীপ। এমনকি, পরীক্ষা যে ভালো হয়েছে, সেই কথা নিজের বাবা-মাকেও জানায় সে।

আর তারপরই মঙ্গলবার ছিল ইংরেজি পরীক্ষা। সেইজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করে সেই পরীক্ষার্থী। তবে সেদিন দ্বীপের বাবা এবং মা ব্যক্তিগত কাজের জন্য একটি বাড়ির বাইরে গেছিলেন। সেই সময় ঘরে একাই ছিল দ্বীপ।

কিন্তু তারা বাড়ি ফিরে দেখতে পান, ছাদের সিড়ির ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে তাদের ছেলে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ব্যারাকপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হটাৎ করে কেন ওই ছাত্র আত্মহত্যা করতে গেল, তা নিয়েই ধোঁয়াশা শুরু হয়েছে। আত্মহত্যা? না কি অন্য কোনও কারণ রয়েছে এই ঘটনার পিছনে? তা খতিয়ে দেখা হচ্ছে।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষা নিয়ে দ্বীপ কিছুটা চিন্তায় থাকলেও, তা খুব একটা অস্বাভাবিক মাত্রায় ছিল না। পুলিশ দেহ ময়ানতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। তবে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।