সংক্ষিপ্ত
প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা। ৬৯৩ নম্বর নিয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন
প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা। মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন (৬৯৩)
মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া থেকে সাম্যপ্রিয় গুরু (৬৯২) । মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দঃ দিনাজপুরের উদয়ন প্রসাদ, বীরভূমের পুস্পিতা বাঁশুরি, দঃ২৪ পরগণা থেকে নৈঋত রঞ্জন পাল (৬৯১)। মাধ্যমিকে চতুর্থ হয়েছেন হুগলির তপোজ্যোতি মন্ডল (৬৯০)। মাধ্যমিকে পঞ্চম হয়েছেন পূর্ব বর্ধমানের অর্ঘ্যদীপ বসাক (৬৮৯)। মাধ্যমিক ২০২৪-এ পাশের হারে এগিয়ে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা।মাধ্যমিকে এবছর পাশ করেছে ৮৬.৩১ শতাংশ। পাশ করেছেন ৭ লক্ষ ৬২ হাজার ২৫২ জন।
প্রথম দশে আছেন মোট ৫৭ জন পরীক্ষার্থী । মেধাতালিকায় দক্ষিণ ২৪ পরগনা থেকে ৮ জন,দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে ৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন, বাঁকুড়া থেকে ৪, মালদহ থেকে ৪, পশ্চিম মেদিনীপুর -৪ জন,নদীয়া ২ জন, ঝাড়গ্রাম ১,কলকাতা থেকে ১ জন, বীরভূম ৩ জন,উত্তর ২৪ পরগনা ২ জন,উত্তর দিনাজপুর ১ জন আছেন এই তালিকায়।