
Maithali Thakur : গান গেয়ে জয় উদযাপন মৈথিলীর, অন্যদিকে উৎসবে মাতলেন রাম কৃপাল যাদব
maithili thakur election result: জয় প্রায় নিশ্চিত বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুরের। আর জয় নিশ্চিত হতেই গান গেয়ে জয় উদযাপন করলেন তিনি। অন্যদিকে দানাপুরের বিজেপি প্রার্থী রাম কৃপাল যাদব বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর বাসভবনে আনন্দে মাতলেন।