- Home
- West Bengal
- West Bengal News
- সাবধান! SIR-এর জন্য এনুমারেশন ফর্মে এই একটি ভুল করলেই জেল হতে পারে আপনার
সাবধান! SIR-এর জন্য এনুমারেশন ফর্মে এই একটি ভুল করলেই জেল হতে পারে আপনার
৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দিতে হবে। ফিলাপ-এর সময় সাবধান। এনুমারেশন ফর্মে এই ভুলটি করলে নিয়ম অনুযায়ী আপনার ১ বছর পর্যন্ত জেল হতে পারে। তাই এখন থেকেই সাবধান হয়ে যান। ভোটার তালিকায় এভাবে নাম তুলবেন না।

SIR প্রক্রিয়া চলছে
পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ হয়েছে। শুরু হয়েছে জমা নেওয়ার পালা। ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা দিতে হবে। ফিলাপ-এর সময় সাবধান। এনুমারেশন ফর্মে এই ভুলটি করলে নিয়ম অনুযায়ী আপনার ১ বছর পর্যন্ত জেল হতে পারে।
সঠিক তথ্য
এনুমারেশন ফর্মে আপনার সম্পর্কিত যাবতীয় তথ্য সঠিক দিন। নিকট আত্মীয়ের সম্পর্কিত তথ্যও সঠিক দিন। তবে এনুমারেশন ফর্ম পুরণের আগে সাবধান। আপনি কোনও একটি স্থানেরই ভোটার হতে পারেন। যদি একাধিক জায়গায় ভোটার তালিকায় আপনার নাম থাকে তাহলে তাহলে একটি স্থান রেখে বাকিগুলি বাতিল করে দিন।
একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম!
একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকলে তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। অনেকেরই একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকতে পারে। তাই যে স্থান আপনার ভোট দিতে সুবিধে হবে সেই স্থানেই ভোটার তালিকায় নিজের নাম রাখুন। বাকিগুলি বাতিল করে দিন। দুই জায়গার বা একাধিক জায়গার এনুমারেশন ফর্ম পুরণ কখনই করতে পারেন না। সর্বদাই একই স্থানের জন্য এনুমারেশন ফর্ম পুরণ করতে হবে।
জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন
কেউ যদি একাধিক স্থানের জন্য ভোটার তালিকায় নাম তুলতে এনুমারেশন ফর্ম পুরণ করেন তাহলে তা জনপ্রতিনিধিত্বের আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ডিজিটাল সিস্টেমে দুইবার এন্ট্রি বন্ধ করা হবে। ডেটাবেস তৎক্ষণাত শনাক্ত করবে যে কোন ভোটার দুটি স্থানের জন্য ফর্ম ফিলাপ করেছেন। তাই আপনি যেখানে থাকবেন সেখানের জন্যই ফর্ম পুরণ করা উচিৎ।
শাস্তিযোগ্য অপরাধ
জনপ্রতিনিত্ব আইনের ৩১ নম্বর ধারায় বলা হয়েছে, যে কোনও ভোটার যদি ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন বা পরিমার্জনের সময় মিথ্যা বিবৃতি দেন তাহলে ১ বছর পর্যন্ত জেল বা জরিমানা বা দুটো শাস্তি হতে পারে।
