- Home
- West Bengal
- West Bengal News
- বঙ্গে 'বিহার মডেল' চায় বিজেপি! কমিশনকে 'বোঝাতে ' শুভেন্দুদের হাতে বুথের ছবি-ভিডিও
বঙ্গে 'বিহার মডেল' চায় বিজেপি! কমিশনকে 'বোঝাতে ' শুভেন্দুদের হাতে বুথের ছবি-ভিডিও
বিজেপির লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে ভোটে জিততে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। সূত্রের খবর, তারই প্রস্তুতি নিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যরা।

বিজেপির লক্ষ্য ২০২৬
বিজেপির লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে ভোটে জিততে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। সূত্রের খবর, তারই প্রস্তুতি নিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যরা। আর এই পদক্ষেপে রাজ্য বিজেপি পাশে পেয়েছে কেন্দ্র বিজেপিকেও। সবমিলিয়ে প্রস্তুতিও জোরদার।
শুভেন্দুর বার্তা
আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, কলিঙ্গ হয়ে গেছে। অঙ্গও হয়ে গেছে। এবার বাকি রয়েছে শুধু বঙ্গ। বিজেপির টার্গেট অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। আর সেই কারণেই এবার রীতিমত মরিয়া। কিন্তু কী করে তৃণমূলকে ভোটবাক্স পর্যুদস্ত করা যায় তা নিয়ে রীতিমত তৎপর গেরুয়া শিবির। আর এবার সম্পূর্ণ অন্য পথে যেতে চায় বিজেপি। সেই কারণেই নতুন পদক্ষেপের কথা চিন্তাভাবনা করছে শুভেন্দু-শমীকরা।
SIR প্রক্রিয়ার মধ্য়েই ভোটের ঘুঁটি
রাজ্য বিজেপি সূত্রের খবর SIR প্রক্রিয়া নিয়ে ব্যস্ত গোটা রাজ্য। আর তারই মধ্যেই বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নতুন ঘুঁটি সাজাতে মরিয়া গেরুয়া শিবির। এই ব্যাপারে রাজ্য বিজেপি নেতারা পাশে পেতে চাইছে নির্বাচন কমিশনকে। বিজেপি সূত্রের খবর, ভোট প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশিকায় কিছু পরিবর্তন আনুক কমিশন। তারই তোড়জোড় শুরু করেছে পদ্ম শিবির।
বঙ্গে বিহার মডেল
বিহারের ভোটে দেখা গিয়েছিল নির্বাচনের দিন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা ভোটকক্ষের বাইরে টেবিল বা বেঞ্চ পেতে বসেছিলেন। ভোট কক্ষের দরজায় পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী। ভিতরে ভোটের ডিউটিতে ছিল সরকারি কর্মীরা। প্রিসাইডিং অফিসার, প্রথম ও দ্বিতীয় পোলিং অফিসার- এরা ছাড়া আর কেউ ছিল না ভোটকক্ষে। নির্বাচনের দিন রাজ্যে যাতে তেমনই প্রক্রিয়া চালু করা যায় তারই তোড়জোড় শুরু হয়েছে।
বিজেপির আশা
রাজ্য বিজেপি সূত্রের খবর, SIR-এ নিয়ম বদল করেছে নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত এই কাজ শুধুমাত্র বিএলও-দের। বঙ্গে বুথ স্তরের রাজনৈতিক কর্মীরাও এই কাজে অংশ নিয়েছে। তাই নির্বাচনের দিনের নিয়মেও পরিবর্তন আনতে পারে কমিশন। আর সেই লক্ষ্যেই কমিশনকে বোঝাতে বিহারের ভোটের ছবি আর ভিডিও জোগাড় করা হয়েছে। যাতে সঠিক তথ্য প্রমাণ দিতেই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারে শুভেন্দু শমীকরা।

