
Malda : হাড়হিম করা ঘটনা! পেট্রোল ঢেলে নিজের দাদাকে খুন করল ভাই
Malda Latest News : মালদার মহিষবাথানী এলাকায় পারিবারিক বিবাদ ঘিরে চাঞ্চল্যকর খুনের ঘটনা। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় পরিযায়ী শ্রমিক যতন কোলের (৫৪) গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারই ভাই নন্দন কোল। তীব্র চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।
Malda Latest News : মালদার মহিষবাথানী এলাকায় পারিবারিক বিবাদ ঘিরে ঘটল চাঞ্চল্যকর খুনের ঘটনা। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় পরিযায়ী শ্রমিক যতন কোলের (৫৪) গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারই ভাই নন্দন কোল।
তীব্র দাহ যন্ত্রণায় চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি, টাকা ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। সেই রেষেই এই নৃশংস খুন বলে অভিযোগ।
মৃতের দিদি জলি কর্মকার মালদা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত নন্দন কোলকে গ্রেপ্তার করে। জেরায় সে নিজের অপরাধ স্বীকারও করেছে বলে জানিয়েছে পুলিশ।