- Home
- West Bengal
- West Bengal News
- কেন স্বাস্থ্য দফতর নিজের হাতে রেখেছেন মমতা? ডাক্তারদের সভায় নিজেই সেকথা জানালেন মুখ্যমন্ত্রী
কেন স্বাস্থ্য দফতর নিজের হাতে রেখেছেন মমতা? ডাক্তারদের সভায় নিজেই সেকথা জানালেন মুখ্যমন্ত্রী
সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলন 'চিকিৎসার অপর নাম সেবা'- তে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব ও রাজ্যের শীর্ষ স্থানীয় আমলারা।

ডাক্তারদের কনফারেন্স
সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলন 'চিকিৎসার অপর নাম সেবা'- তে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব ও রাজ্যের শীর্ষ স্থানীয় আমলারা।
মমতার ঘোষণা
সেখনেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তাঁর আমলে স্বাস্থ্য ব্যবস্থার কী কী উন্নয়ন হয়েছে। পাশাপাশি তিনি বাম আমলের থেকে স্বাস্থ্য পরিকাঠামোয় বাংলাকে কতটা এগিয়ে নিয়ে গেছেন তারও খতিয়ান তুলে ধরেন।
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁর আমলেই বাংলা স্বাস্থ্য ব্যবস্থায় দেশের মধ্যে প্রথম। তাঁর আমলে সরকারি বেসরকারি মিলিয়ে রাজ্যে রয়েছে ৩৮টি মেডিক্যাল কলেজ। ৪২টি সুপারস্পেশালিটি হাসপাতাল তাঁর আসার পরেই সেটা সম্ভব হয়েছে বলে জনিয়েছেন মমতা।
বাম আমলকে কটাক্ষ
ধন ধান্যে অডিটোরিয়ামে মমতা জানিয়েছেন, বাম আমলে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি তলানিতে পৌঁছে গিয়েছিল। তবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য তিনি রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।
চিকিৎসকদের বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে জানিয়ে দেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার জন্য চিকিৎসকদেরও রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করতে হবে।
কোভিডের সময়ের কথা মনে করালেন মমতা
এদিন মমতা কোভিডের সময়ের কথাও মনে করান। তিনি বলেন, কোভিডের সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তিনি সেই সময় রাস্তায় বেরিয়ে মাইক নিয়ে প্রচার করতেন। সেই সময় তিনি চিকিৎসকদের কাজেরও প্রশংসা করেন তিনি।
ডাক্তারির সিট বাড়িয়েছেন মমতা
মমতা জানিয়েছেন, আগের আমলে ডাক্তারি বা নার্সিং সিট অনেক কম ছিল এই রাজ্যে। তাই সমস্যা তৈরি হয়েছে। তাঁর আমলে ডাক্তারির পাশাপাশি নার্সিং-এর সিট বাড়ান হয়েছে।
নিজের হাতে স্বাস্থ্য রাখার কারণ
মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, 'বামফ্রন্টের জমানায় চিকিৎসার অবহেলা হত। একজন রাজ্যমন্ত্রীকে স্বাস্থ্য দফতর চালান হত। সেই কারণে সবকিছু টিমটিম করে চলত। স্বাস্থ্য দফতর আমি একটাই কারণে নিজের হাতে রেখেছিলাম। কারণ আমার মনে হয়েছিল একজন রাজ্যমন্ত্রীর ক্ষে এই দফতরের কাজ করা কখনই সম্ভব নয়। কারণ এই বিষয়টাই সামগ্রিক নজর রাখতে হয়। দেখতে হয়। '
হাসপাতালের উন্নয়ন
মমতা বলেন ক্ষমতায় আসার পরই তিনি হাসপাতালের বেহাল দশা দেখেন। তারপরই তিনি হাসপাতালগুলির গেট বাড় করতে নির্দেশ দেন। হাসপাতাল রঙ করার নির্দেশ দেন। তাঁর কথায় আগে দর্শনধারী। তারপরই গুণবিচারি।
মমতার কথায়
মমতা এদিন স্পষ্ট করে দিয়েছেন তাঁর আমলেই চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বাম আমলে যথেষ্ট অবহেলা করা হয় স্বাস্থ্য পরিষেবাকে। তিনি আরও বলেছেন, মামলার জন্য নিয়োগ বন্ধ রয়েছে। কেস মিটলেই নিয়োগ প্রক্রিয়া চালু করবে সরকার। তাতে চিকিৎসকদের সংখ্যা ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়বে।