- Home
- West Bengal
- West Bengal News
- DA Hike: ফের ৬ শতাংশ DA ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়! তার আগে অর্ধেক বেতন ঢুকবে মার্চ মাসে?
DA Hike: ফের ৬ শতাংশ DA ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়! তার আগে অর্ধেক বেতন ঢুকবে মার্চ মাসে?
ফের ৬ শতাংশ DA ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়! তার আগে অর্ধেক বেতন ঢুকবে মার্চ মাসে?

এবার ধাপে ধাপে বেতন ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের! ২০২৫ এর বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও DA নিয়ে ক্ষোভ মেটেনি রাজ্য সরাকরি কর্মীদের মধ্যে। কেন্দ্রের সঙ্গে ডিএ-র তফাৎ অনেক।
সব মিলিয়ে মোট ১৮ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রের কর্মীরা পাচ্ছেন ৫৩ শতাংশ ডিএ। তাই ফারাক এখনও অনেকটা।
অন্যদিকে সপ্তম পে কমিশন বসানোর খবর হলেও এখনও সেই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তাই রীতিমতো বেশ অনেকটা টাকা এখনও বাকি রয়েছে সরাকরি কর্মীদের।
তবে ধাপে ধাপে সব টাকা মিটিয়ে দেবে বলে জানিয়েছে রাজ্য সরকার। বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে ধাপে ধাপে।
একসঙ্গে সব টাকা মেটাতে পারবে না রাজ্য সরকার তাই বেতনের সঙ্গে ঢুকবে বকেয়া ডিএ-র টাকা। এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৫-এর বাজেটে ডিএ নিয়ে বেশ অনেকটা আশা রেখেছিলেন সরকারি কর্মীরা। অনেকেই ভেবেছিলেন মোটামুটি ১০ শতাংশ ডিএ দেওয়া উচিত।
কিন্তু মোটে ৪ শতাংশ ডিএ-র ঘোষণা হওয়ায় অনেকেরই মনে বেশ ক্ষোভ জেমেছে বলে জানা গিয়েছে। তবে আরও বাড়তে পারে বেতন।
এই বছরেই আবার ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই নেওয়া হতে পারে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ফের বছরের মাঝখানে বড় অঙ্কের DA ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে বিভিন্ন মহলে।
ভোটের আগেই সরকারি কর্মীদের মন রাখতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। আবার বড় অঙ্কের DA ঘোষণা করতে পারে তৃণমূল।