সংক্ষিপ্ত
দুই বছর পরে রেডরোডে কড়া নিরাপত্তায় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
কঠোর নিরাপত্তার মধ্যেই পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রত্যান্ত গ্রাম সর্বত্রই পালন করা হয় ৭৪তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেনা বাহিনী নৌবাসিনী, বিমান বাহিনী পুলিশ-সহ সেবসারিক ব্যক্তিদের কুচকাওয়াজে সভাপতিত্ব করেন। এই কুচকাওয়াজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা। এদিন রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্য, রাজ্যের উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।
সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্য ও দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, 'আমাদের সংবিধানে বর্ণিত ন্যায়বিচার, স্বাধীনতার সাম্য, ভ্রাতৃত্বের গণতান্ত্রিক আদর্শ রক্ষা ও সমুন্নত রাখার প্রতিশ্রুতি গ্রহণের আহ্বান জানান।' তিনি বলেন ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের কল্পনাকে দেশ গঠনের মধ্যে দিয়ে বাস্তবের রূপ দিতে হবে।
দুই বছরের ব্যবধানে এবার রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এদিন সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। উদযাপনে সেনা বাহিনীর বন্দুক, রকেট লঞ্চার, ক্ষেপণাত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি কুচকাওয়াজের ট্যাবলোতে বিশেষ স্থান পেয়েছিল ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া রাজ্যের শারদোৎসব।
সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নাশকতা এড়াতে প্রস্তুত রয়েছে রাজ্যের প্রশাসন। শহরের পুলিশ সমস্ত গতিবিধির ওপর নজর রাখতে রেড রোডের কাছে ১০টি ওয়াচ চাওয়ার তৈরি করেছে। বেশ কয়েকটি জায়গায় বাঙ্কার তৈরি হয়েছে। রাজ্যের সরকারের এক উচ্চ পদস্থ কর্তা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার অঙ্গ হিসেবে এদিন ট্রাফিক ব্যবস্থাতেও কড়াকড়ি থাকবে দিনভর। শহরের ঢোকা আর বার হওয়া সমস্ত গাড়ির ওপর প্রয়োজনে নজরদারি চালান হবে।
কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে রাজ্য দুই বছর পর এইবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান মহাধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হবে। এই বছর রেডরোডে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে দর্শকদের উপস্থিতি থাকবে চোখে পড়ার মত। রেড রোড এলাকার কাছাকাছি বিভিন্ন পয়েন্ট অফিসারদের মোতায়েন করা হবে।পাশাপাশি কলকাতা পুলিশ শহরের অন্তত ৫০টি বিভিন্ন মোড়ে ৩৫০০ জন পুলিশ কর্মী নিয়োগ করেছে।
আরও পড়ুনঃ
স্বাধীনতার অমৃত মহোৎসবের মধ্যে 'বিষাক্ত ছবি', নিম্নবর্ণের বিয়ে রুখতে করতে বন্ধ করে দেওয়া হল মন্দির
74th republic day parade: এক নজরে দেখুন দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের অস্ত্রের সম্ভার