সংক্ষিপ্ত

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, দলের কোনও প্রতিনিধি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবে না।

 

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি চলছে জোর কদমে। আমন্ত্রণ জানান হয়েছে প্রচুর মানুষকে। আমন্ত্রণ জানান হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সূত্রের খবর রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যতদূর সম্ভব উপস্থিত থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর তিনি পবিত্র প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না দলনেত্রী।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, দলের কোনও প্রতিনিধি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেস নেতা বলেছেন, 'আগামী মাসে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কোনও প্রতিনিধির উপস্থিত হওয়ার কোনও প্রশ্নই নেই। আমরা ধর্মের সঙ্গে রাজনীতি মেশাই না।'

তৃণমূল কংগ্রেসের আগেই অযোধ্যা রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবে না বলে জানিয়ে দিয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)। বামেদের আমন্ত্রণ প্রত্যাখ্যানের পরেই রাম মন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল তৃণমূল কংগ্রেস। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্ম এক্সে বলেছেন, 'আমাদের নীতি হল ধর্মীয় বিশ্বাস ও প্রতিটি ব্যক্তি তাদের বিশ্বাস অনুসরণ করার অধিকারকে সম্মান করা। ধর্ম একটি ব্যক্তিগত পছন্দ। যা রাজনৈতিক লাভের জন্য একটি হাতিয়ারে রূপান্তরিত হবে না।'

তবে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী ব্লক ইন্ডিয়ার মধ্যে ভাগাভাগি করে দিয়েছে। কারণ সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব বলেছেন, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তিনি যাবেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, পবিত্র অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই। তাঁর দলের সঙ্গে উত্তর প্রদেশের পুরনো সম্পর্ক ছিল। তবে কংগ্রেস শ্রী রামজন্মভূমি ট্রাস্টকে ধন্যবাদ জানিয়েছে। তবে দলের নেতারা উপস্থিত থাকবে কিনা তা নিয়ে কোনও কথা বলা হয়নি দলের তরফ থেকে।