- Home
- West Bengal
- West Bengal News
- অ্যাকাউন্টে ঢুকবে ৪৮ হাজার টাকা, ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দিচ্ছে মমতা সরকার, জেনে নিন বিস্তারিত
অ্যাকাউন্টে ঢুকবে ৪৮ হাজার টাকা, ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দিচ্ছে মমতা সরকার, জেনে নিন বিস্তারিত
পশ্চিমবঙ্গ সরকার উচ্চশিক্ষার জন্য নতুন প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে ওবিসি ছাত্রছাত্রীরা মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত বার্ষিক ১২,০০০ থেকে ৪৮,০০০ টাকা আর্থিক সহায়তা পাবে। এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হবে।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসী জন্য নানান সুবিধা এনেছে। বিভিন্ন প্রকল্প চালু করেছে। তেমনই চালু করেছে বিভিন্ন ভাতা। যার দ্বারা প্রতি মাসে উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ।
মমতা সরকারের চালু করা বিভিন্ন ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। তেমনই কন্যাশ্রী, যুবশ্রী, শ্রমশ্রীর মতো নানান প্রকল্পও চালু করেছে মমতা সরকার।
এবার প্রকাশ্যে এল আরও এক প্রকল্পের কথা। উচ্চ শিক্ষার পথে অনেকেরই অর্থাভাব বাধা হয়ে দাঁড়ায়। এবার সেই অর্থাভাব দূর করতে বিশেষ উদ্যোগ নিল সরকার। চালু হল নয়া প্রকল্প। এই প্রকল্পের আওতাধীন ব্যক্তিরা বছরে পাবেন ৪৮ হাজার টাকা। মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত মিলবে আর্থিক সুবিধা।
রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের তরফে চালু করা হয়েছে এই নয়া প্রকল্প। ওবিসি ছাত্রছাত্রীরা মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পাবেন আর্থিক সুবিধা। মাধ্যমিক স্তরের পড়ুয়ারা প্রতি বছর ১২ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ারা পাবেন ১৮ হাজার, গ্র্যাজুয়েশন স্তরের পড়ুয়ারা পাবেন ৪৫ হাজার টাকা করে।
তবে শুধু ওবিসি সার্টিফিকেট নয়, সঙ্গে কয়টি শর্ত পূরণ করতে পারলে তবেই মিলবে এই স্কলার শিপ। যেমন বৈধ কাস্ট সার্টিফিকেট থাকার সঙ্গে পড়ুয়াকে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হতে হবে। পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে। সর্বশেষ পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবেই করতে পারেন আবেদন।

