- Home
- West Bengal
- West Bengal News
- Lakshmir Bhandar: পুজোর আগে খারাপ খবর! এই ভুলে বাদ যেতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, সতর্ক হন
Lakshmir Bhandar: পুজোর আগে খারাপ খবর! এই ভুলে বাদ যেতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, সতর্ক হন
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন তথ্য প্রকাশ। ডিসেম্বর থেকে নতুন গ্রাহকদের ভাতা শুরু হতে পারে। তেমনই কিছু শর্ত পূরণ না করলে ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে।

ফের খবরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে। এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ আরও অনেক কিছু। সদ্য চালু হয়েছে শ্রমশ্রী প্রকল্প। তবে, এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।
রাজ্যের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি মহিলারা পাবেন ১২০০ টাকা করে। এবার এই প্রকল্প নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য।
এতদিন শোনা যাচ্ছিল পুজোর আগেই বাড়বে ভাতা। সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি মহিলারা পাবেন ১৮০০ টাকা করে পাবেন। কিন্তু, সদ্য এক সভায় মুখ্যমন্ত্রী নতুন আবেদনকারীদের প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, ডিসেম্বর থেকে নতুন গ্রাহকদের ভাতা চালু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু, ভাতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি কোনও মন্তব্যই করেননি। বরং বলেছেন এই ভাতা সারাজীবন চলবে।
এরই মাঝে শোনা যাচ্ছে এক খাবাপ খবর। শোনা যাচ্ছে, নির্দিষ্ট ভুলে বাদ যেতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, কিংবা মোবাইল নম্বর রেজিস্টার করা নেই অথবা যাদের বয়স ২৫ বছরের কম আর ৬০ বছরের বেশি তারা আর পাবেন না ভাতা। তেমনই আপনার যদি সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে মিলবে না ভাতা। এমনই গুঞ্জব সর্বত্র।
শোনা যাচ্ছে, এই সেপ্টেম্বর থেকেই আসতে পারে বদল। বদলে যেতে পারে ভাতা দেওয়ার নিয়ম। তবে, আপতত মেসেনি কোনও নিশ্চিত খবর। কিন্তু, এই ভাতা আজীবন চলবে বলে জানান মুখ্যমন্ত্রী। সদ্য এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘২৫ বছর বয়স থেকে শুরু হয়ে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন। সারাজীবন পাবেন। ….শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি ১০ শতাংশ কাজ বাকি।…’

