সংক্ষিপ্ত

১৯ বছরের সুমিত সাউ তৃণমূল বিধায়ক গৌরব চৌধুরীর জন্য ‘কাজ করত’ বলে সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন সুমিতের মা। ভিডিওর সেইঅংশটি টুইটারে পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রাম নবমীর উৎসবের দিন থেকে ধর্মীয় হিংসা এবং দলাদলিতে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা। হাওড়া, হুগলী, ইত্যাদি বহু জেলায় জ্বলছে অশান্তির আগুন, একাধিক জায়গায় ইন্টারনেট বন্ধ রেখে ক্রমাগত টহলদারি চালিয়েছে বাংলার পুলিশ বাহিনী। অশান্তির ভিডিও দেখে দেখে মুখ চিহ্নিত করে গ্রেফতারিও শুরু হয়ে গিয়েছে। সেইরকমই এক তরুণ ১৯ বছরের সুমিত সাউ, যাকে গতকাল মুঙ্গের থেকে গ্রেফতার করেছে বাংলার পুলিশ।

হাওড়ার শিবপুরে অশান্তি ছড়ানোর দায়ে সুমিত সাউকে গ্রেফতার করা হয়েছে, যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, সুমিতের কপালে গেরুয়া কাপড় জড়ানো এবং বেশ কয়েকজন যুবকের সাথে একটি গাড়ির ওপর উঠে রাম নবমীর মিছিলের আগে আগে সে যাচ্ছে। ভিডিওতে সুমিতের হাতে স্পষ্ট দেখা গিয়েছে একটি বন্দুক।
 


সুমিত সাউ গ্রেফতার হওয়ার পরেই তার মায়ের কাছে পৌঁছে যায় সংবাদমাধ্যম। সুমিতের মা সংবাদমাধ্যমের সামনে দাবি করেন যে, তাঁর ছেলের মিছিলে যাওয়ার খুব শখ ছিল। প্রায়শই সে বিভিন্ন মিটিং মিছিলে যেত। যেখান থেকেই সে পয়সা পেত, সেখানেই সে চলে যেত। আগে সে তৃণমূলে যেত, তারপর বিজেপিতেও যেত, সে যেখানেই পয়সা পেত, সেখানেই চলে যেত। এরপরেই তিনি জানান যে, তাঁর এলাকায় তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরী আছেন, তাঁরও যখন মিটিং মিছিল হত, তখন সেখানেও চলে যেত সুমিত। যদিও, এই বক্তব্যের মধ্যে সুমিতের মা একথা স্পষ্ট করে দিয়েছেন যে, ভিডিওতে সুমিতের হাতে দেখতে পাওয়া আগ্নেয়াস্ত্রটি সুমিতের নিজের নয়। ওটা অন্য কোনও ব্যক্তি তার হাতে ধরিয়ে দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেছেন।

সুমিতের মায়ের এই বক্তব্যের পরেই সংবাদমাধ্যমের ভিডিওর ওই অংশটি কেটে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সুমিতের মায়ের বক্তব্যটি উদ্ধৃত করে লিখেছেন, ‘বেআইনি অস্ত্র প্রদর্শন করার জন্য মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়েছে ১৯ বছর বয়সী সুমিত সাউকে। তার মা স্পষ্ট দাবি করেছেন যে, সুমিত তৃণমূল বিধায়ক গৌরব চৌধুরীর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল এবং তাঁদের অনুষ্ঠানে সে যোগ দিত। এভাবেই তৃণমূল নিজেদের লোক রোপণ করে, তারপর তাদের গ্রেফতার করে নিয়ে বিজেপি এবং হিন্দুদের বদনাম করার চেষ্টা করে।’

আরও পড়ুন-
পর্ন তারকার মুখ বন্ধ করেও লাভ হল না, অবশেষে গ্রেফতার করে পুলিশ হেফাজতেই নেওয়া হল ডোনাল্ড ট্রাম্পকে
এপ্রিল মাসের শুরুতে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন বুধবারের পেট্রোল-দর
চরম অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দেখে নিন বুধবারের আবহাওয়ার খবর