
গভীর রাতে ফোন করে ডেকেছিল প্রেমিকা, তারপর প্রেমিকের যা অবস্থা হল!
Serampore News Today : শ্রীরামপুরের প্রভাসনগরে চাঞ্চল্য! গভীর রাতে প্রেমিকার ডাকে তার বাড়িতে পৌঁছান যুবক বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়। হঠাৎই ঘটনাস্থলে হাজির প্রেমিকার পরিবার। এরপর বেধড়ক মারধরের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত যুবকের এক চোখ নষ্ট হওয়ার আশঙ্কা। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়, ভাঙচুর হয় দোকান, পুলিশের বিশাল বাহিনী মোতায়েন। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের, চলছে তদন্ত।