Crime News: কাজ দেওয়ার নাম করে দিল্লিতে নিয়ে গিয়ে ধর্ষণ। সেই সময়ের ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেওয়ার অভিযোগ। জানা গিয়েছে, এক গৃহবধূর দুর্বলতার সুযোগ নিয়ে বারবার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
Crime News: কাজ দেওয়ার নাম করে দিল্লিতে নিয়ে গিয়ে ধর্ষণ। সেই সময়ের ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেওয়ার অভিযোগ। জানা গিয়েছে, এক গৃহবধূর দুর্বলতার সুযোগ নিয়ে বারবার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত যুবকের নাম টোটন দাস।
পুলিএ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের এক গৃহবধূর সঙ্গে তাঁর স্বামীর মামলা চলছিল। সেই সময় ওই গৃহবধূর সঙ্গে ফেসবুকে পাথরপ্রতিমার বাসিন্দা টোটনের পরিচয় হয়। তিনি কাজ দেওয়ার নাম করে তাঁকে দিল্লিতে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে কাজ না দিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বারবার ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি সেই ছবি ওই যুবক তুলে রাখে।
নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ, সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। কোনও রকমে দিল্লিতে প্রতিবেশী কয়েক জনের সাহায্য নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় ওই গৃহবধূ। অভিযোগ, পরে সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে গৃহবধূ ওই যুবকের নামে পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এই বিষয়ে আইনজীবী সব্যসাচী দাস বলেন, ''সোমবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।''
অন্যদিকে, পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, সোনারপুর থানা এলাকার রাইপুরে। স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ঐ ছাত্রী। তার সঙ্গে আরও সহপাঠীরাও ছিল। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে অভিযুক্ত যুবক যাচ্ছিল।
অভিযোগ, আচমকা দাঁড়িয়ে ঐ ছাত্রীর গায়ে হাত দেয়। তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপর ছেলেটি পালিয়ে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ধাওয়া করে। রাস্তাতেই তাকে ধরে ফেলে খুটিতে বেঁধে মারধর করা হয়। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


