
'জঙ্গিরা পর্যটকদের মারে না, তাদের সন্মান জানায়' TMC MLA-এর চাঞ্চল্যকর মন্তব্য
পহেলগাঁও হামলা নিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর বিস্ফোরক মন্তব্য ঘিরে বিতর্ক। তিনি বলেন, ‘জঙ্গিরা পর্যটকদের মারে না, তারা পর্যটনকে সম্মান করে’। হামলার পেছনে বিজেপির ষড়যন্ত্রের ইঙ্গিতও দেন তিনি। পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।
তৃণমূল বিধায়কের বিস্ফোরক মন্তব্য! পহেলগাঁও হামলা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সাবিত্রী মিত্রর। 'জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে, জঙ্গিরা পর্যটকদের কোনদিন মারে না'। 'জঙ্গিরা সব সময় পর্যটনকে সম্মান জানায়'। 'তাহলে পর্যটকদের মারল কারা?' 'বিজেপি ব্যাকফুটে গেলেই এসব করে'। হিন্দু ধর্ম নিয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করেন সাবিত্রী মিত্র। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।