অভিযোগ, রঞ্জন নামে ওই ব্যক্তি এইচডিএফএক্স নামে ওই সংস্থার হয়ে কয়েক লক্ষ টাকা তুলেছেন বেশ কয়েকজনের কাছ থেকে। অভিযুক্ত এজেন্ট দাবি করেছিলেন, সকলের টাকা এই সংস্থার মাধ্যমে টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হবে।পরিবর্তে ফেরত পাওয়া যাবে মোটা অংকের টাকা।
আবারও বাংলায় চিটফান্ডের হদিশ মিলল। বিনিয়োগ করে পথে বসলেন বহু মানুষ। এই অভিযোগকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের কুদিতে ব্যাপক উত্তেজনা ছড়াল । এক এজেন্টকে আটক করেছে পুলিশ। টাকা রাখলেই মোটা অঙ্কের টাকা ফেরত পাওয়া যাবে । এমন লোভে পা ফেলে একটি চিটফান্ডে টাকা রেখে প্রতারণার ফাঁদে পড়লেন বহু মানুষ। ঘটনাস্থল এগরা ১ নম্বর ব্লকের কুদিতে। মঙ্গলবার রাতে চিটফান্ড সংস্থার এক এজেন্টকে ঘিরে রেখে আমানতকারীরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হতেই ছুটে আসে পুলিশ। পুলিশ আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্ত এজেন্টকে আটক করে নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই এজেন্টের নাম রঞ্জন পান্ডা। অভিযোগ, রঞ্জন নামে ওই ব্যক্তি এইচডিএফএক্স নামে ওই সংস্থার হয়ে কয়েক লক্ষ টাকা তুলেছেন বেশ কয়েকজনের কাছ থেকে। অভিযুক্ত এজেন্ট দাবি করেছিলেন, সকলের টাকা এই সংস্থার মাধ্যমে টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হবে। পরিবর্তে নির্দিষ্ট সময় পর ফেরত পাওয়া যাবে মোটা অংকের টাকা। আর এই প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে ওই এজেন্ট প্রচুর টাকা তুলেছেন বলে অভিযোগ। এই চিটফান্ড সংস্থায় টাকা বিনিয়োগ করে এগরার বাসিন্দা শঙ্কর দাস ও প্রশান্ত পান্ডা প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
আমানতকারী প্রশান্ত পান্ডার অভিযোগ, তিনি রঞ্জনকে টাকা দিয়েছিলেন দেড় বছর আগে। তাঁকে বলা হয়েছিল, প্রতি মাসে ৮ শতাংশ লভ্যাংশ পাবেন এই দেওয়া টাকা বাবদ। আর সেই সঙ্গে জানানো হয় যে, তিনি আসল টাকা তুলে নিতে পারবেন যখন খুশি। কিন্তু তিনি অভিযোগ করেন, দেড় বছর হয়ে যাওয়ার পরেও লভ্যাংশ মেলেনি । এমনকী এখন প্রতিশ্রুতি মত তার আসল টাকাও ফেরানো হচ্ছে না। তিনি আরও অভিযোগ করে বলেন, টাকার জন্য আমি বারবার রঞ্জনের সঙ্গে যোগাযোগ করেছি এমনকি তাঁর বাড়িতেও গিয়েছি। কিন্তু, সে বিষয়টিতে পাত্তা না দিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছেন। তাঁকে হাতেনাতে ধরতে পেরেছি এবার। প্রশান্তবাবু আরও অভিযোগ, এইচডিএফএক্স কোম্পানির নাম করে তাঁর সঙ্গে ছাড়াও বহু মানুষকে প্রতারণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রতারণা চালাচ্ছে এই কোম্পানি । তার দাবি, দেওয়া টাকা এখনই ফিরিয়ে দেওয়া হোক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
