- Home
- West Bengal
- West Bengal News
- সোমবার ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকা প্রকাশ রেলের
সোমবার ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকা প্রকাশ রেলের
শিয়ালদহ ডিভিশনে সোমবার রাতে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ-নৈহাটি লোকাল সহ বেশ কিছু ট্রেন বাতিল থাকবে এবং শান্তিপুর ও বনগাঁ শাখার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

সপ্তাহের শুরুতেই হতে চলেছে ভোগান্তি। এমনই আন্দাজ সকলের। কারণে সোমবার বাতিল হতে চলেছে শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন। প্রকাশ্যে এল তালিকা। নতুন করে দুর্ভোগের শিকার হবেন রেলযাত্রীরা।
জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনে মধ্যে ব্রিজ নম্বর ১ (কিমি ০/ ১৮ ভি-০/ ৩১ ভি)-র লাইন নম্বর ৫ এ আগামী ১৫ ডিসেম্বর সোমবার রাত ১১.৪৫ থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৩.৩০ পর্যন্ত অর্থাৎ টানা ৩ ঘন্টা ৪৫ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে বহু ট্রেন বাতিল থাকবে। এছাড়াও কিছু ট্রেনের রুট বদল এবং সংক্ষিপ্ত যাত্রা হবে।
সোমবার ট্রেন নম্বর ৩১৪৪৭ শিয়ালদহ নৈহাটি লোকাল এবং ট্রেন নম্বর ৩১৪৫০ নৈহাটি শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। এছাড়াও, ট্রেন নম্বর ৩১৫৪২ ডাউন শান্তিপুর শিয়ালদহ লোকাল ব্যারাকপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
ট্রেন নম্বর ৩১৫১১ শিয়ালদহ শান্তিপুর লোকাল মঙ্গলবার ব্যারাকপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। এর পাশাপাশি ৩৩৮৫৮ ডাউন বনগাঁ শিয়ালদহ লোকাল সোমবার দমদম ক্যান্টনমেন্টে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৩৮১৫ শিয়ালদহ বনগাঁ লোকাল মঙ্গলবার দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
৫২১৭১ আপ শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার ৩০ মিনিটের জন্য পুনঃ নির্ধারিত হবে। অর্থাৎ মঙ্গলবার ব্লক বাতিল হওয়ার পর শিয়ালদহ থেকে ৩.৪৫-র পরিবর্তে ৪.১৫-তে ছাড়বে।

