Migrant Workers from West Bengal: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নিয়মিত ভিনরাজ্যে কাজ করতে যান বহু মানুষ। সম্প্রতি তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য পুলিশ (West Bengal Police)।
West Bengal Police: পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে হরিয়ানা (Haryana), দিল্লি-সহ (Delhi) বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। রাজ্যের শাসক দল সরব হয়েছে। পাল্টা বাঙালিদের হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রের শাসক দল। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের হেল্পলাইন নাম্বার চালু করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোশ্যাল মিডিয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এ ছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। যার নম্বর হল 9147727666 । এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন, নিজের নাম-ঠিকানাসহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যা?
রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরও লেখা হয়েছে, ‘বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে ওঁদের কোনও স্পষ্ট ধারণা নেই।’ এ কথা মাথায় রেখেই হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য পুলিশ।
ভিনরাজ্যে সত্যিই সমস্যায় বাঙালিরা?
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাঙালিরা সত্যিই হেনস্থার শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে ভিন্নমত শোনা যাচ্ছে। রাজ্যে শাসক ও বিরোধী দলের মধ্যে তরজা তুঙ্গে। তবে এরই মধ্যে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া ব্যক্তিদের সংখ্যা কমছে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


