
ট্রাম্পের শুল্কের চাপে মাথা নত নয়! 'বদলা'র ফর্মুলা জানালেন মোদী
PM Modi Latest Speech : মার্কিন শুল্ক চাপের মধ্যেও দেশীয় উৎপাদন ও স্বদেশী পণ্যের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি বলেন, উন্নত ভারতের লক্ষ্য অর্জনের জন্য আত্মনির্ভরতার পথে হাঁটতেই হবে। এ ক্ষেত্রে এমএসএমই, ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী জানান, জিএসটি হার হ্রাস এবং নিয়ম-নীতি সহজীকরণের ফলে এই শিল্পগুলি দ্বিগুণ সুবিধা পাবে— একদিকে বিক্রয় বাড়বে, অন্যদিকে করের বোঝাও কমবে। তাঁর কথায়, যেমন স্বাধীনতা এসেছিল স্বদেশীর মন্ত্র থেকে, দেশের সমৃদ্ধিও মার্কিন শুল্ক চাপের মধ্যেও দেশীয় উৎপাদন ও স্বদেশী পণ্যের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি বলেন, উন্নত ভারতের লক্ষ্য অর্জনের জন্য আত্মনির্ভরতার পথে হাঁটতেই হবে। এ ক্ষেত্রে এমএসএমই, ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অপরিসীম।