
এমন কাণ্ড কেন ঘটালেন? রানাঘাটে হাড়হিম করা কাণ্ড! চমকে উঠবেন
Ranaghat Crime News : নদিয়ার রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, ৭৫ বছর বয়সী অনন্ত বিশ্বাসের বিরুদ্দে নৃশংস অপরাধের ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অনন্ত বিশ্বাসের স্ত্রী মারা যান। স্ত্রীর শ্রাদ্ধ ও শান্তির কাজের জন্য তাঁর ছেলে প্রতীত পবন বিশ্বাসের শাশুড়ি বাড়িতে এসেছিলেন। এরপর থেকেই অভিযুক্ত অনন্ত বিশ্বাস সন্দেহ করতে থাকেন যে বৌমা ও তাঁর মা নাকি তুকতাক বা কালোজাদু করে সম্পত্তি দখল করতে চান। এরপর কী হল..জানতে দেখুন ভিডিওটি।