সংক্ষিপ্ত

কমিশনের দেওয়া তথ্য অনুসারে, বাংলাদেশ সংলগ্ন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত দু'টি বিধানসভায় একই নম্বরের একাধিক ভোটার কার্ডের হদিশ মিলেছে।

কিছুদিন আগে নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ড সংশোধনের কাজ শুরু হয়। আর তখনই নজরে আসে একই নম্বরে রয়েছে একাধিক ভোটার কার্ড। তবে কীভাবে এই ভোটার কার্ড তৈরি হল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে কমিশন। কমিশন জানাচ্ছে একই নম্বরে রয়েছে একাধিক ভোটার কার্ড। জানা গিয়েছে, এই ঘটনাটি মূলত খোঁজ মিলেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে শুরু করে নেপাল সীমান্ত ঘেঁষা দার্জিলিংয়ের নকশালবাড়ি এলাকায়। আর তা নিয়ে বেশ চিন্তায় পড়েছে নির্বাচন কমিশন।

এই প্রসঙ্গে কমিশনের দেওয়া তথ্য অনুসারে, বাংলাদেশ সংলগ্ন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত দু'টি বিধানসভায় একই নম্বরের একাধিক ভোটার কার্ডের হদিশ মিলেছে। এছাড়াও নেপালের পানিট্যাঙ্কি লাগোয়া মাটিগাড়া-নকশালবাড়ি, উত্তর ২৪ পরগনার বনগাঁ পশ্চিম, মধ্যমগ্রাম, রাজারহাট-নিউটাউন, রাজারহাট-গোপালপুর, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব ও পশ্চিম, আলিপুরদুয়ারের ফালাকাটা, দার্জিলিং জেলার কার্শিয়াং, শিলিগুড়িতে দেখা গিয়েছে একই ঘটনা।

জানা গিয়েছে, এমন কার্ডের সংখ্যা প্রায় ২৩ হাজারেরও বেশি। রাজ্যে মোট ১১ টি বিধানসভা কেন্দ্রে মিলেছে এমন কার্ডের সন্ধান। শুধু তাই নয় বাংলাদেশ বা নেপালের নাগরিকদের ভারতীয় সেজে থাকার প্রমাণ মিলেছে। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।