ঘরের মধ্যে বিকট শব্দ! পরিবার বলছে কেউ ছুড়েছে, পুলিশ বলছে ঘরেই ছিল! রহস্য ঘনীভূত

ডোমকলে ফের বোমা বিস্ফোরণ! মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘোষপাড়ায় রবিবার দুপুরে আচমকা ঘরের মধ্যেই ফেটে যায় বোমা। আতঙ্কে কাঁপল এলাকা। বাড়ির মালিককে আটক করে জেরা করছে সাগরপাড়া থানার পুলিশ। তদন্তে নেমেছে প্রশাসন, বসানো হয়েছে ১৬টি সিসিটিভি ক্যামেরা।

Share this Video

রবিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলের সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়ায় ঘটে গেল বোমা বিস্ফোরণ। স্থানীয় সূত্রের দাবি, কেউ বা কারা বাইরে থেকে বোমা ছোড়ে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ঘরের মধ্যেই মজুত ছিল বোমা, যা আচমকা ফেটে যায়। বিস্ফোরণে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ বাড়ির মালিক গোলাম গাউস মন্ডলকে আটক করে জেরা শুরু করেছে। নজরদারি বাড়াতে এলাকায় বসানো হয়েছে ১৬টি সিসিটিভি ক্যামেরা।

Related Video