Murshidabad News: কাজের চাপে মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ খোদ বিএলও। ভর্তি হাসপাতালে? কোথায় ঘটল এমন ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Murshidabad News: শনিবার জঙ্গিপুর বিধানসভার ১৩৭ নম্বর বুথে বরোজ এলাকায় বুথ লেভেল অফিসার হিসাবে কাজ করছিলেন BLO কৌশিক ঘোষ। কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ, কাজের অতিরিক্ত চাপের কারণে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেলে তড়িঘড়ি থাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। 

কী কারণে অসুস্থ বিএলও?

গত কয়েকদিন ধরেই নিরলসভাবে SIR সংক্রান্ত নথিপত্র যাচাই, বাড়ি-বাড়ি সমীক্ষা এবং বিভিন্ন ডিজিটাল আপলোডের কাজ করে যাচ্ছিলেন কৌশিক ঘোষ। কাজের পরিমাণ এবং সময়সীমার চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

বর্তমানে হাসপাতালের HDU বিভাগে চিকিৎসাধীন ওই বিএলও। ঘটনায় গভীর উদ্বেগে রয়েছেন কৌশিক ঘোষের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, SIR–এর কাজের চাপ দিন দিন অস্বাভাবিকভাবে বাড়ছিল। রাত অবধি কাজ করা, ভোরে বেরিয়ে পড়া—এ যেন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছিল।

শুধু তাই নয়, অন্যদিকে এসআইআর (SIR) সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চোপড়া ব্লকের আরও এক বুথ লেভেল অফিসার (বিএলও) (Chopra BLO)। হাসপাতালের বেডে বসেই এনুমারেশন ফর্ম আপলোড করে চলেছেন তিনি।

চোপড়া ব্লকের জাগিরবস্তি ১৮৮ নম্বর বুথের বিএলও মুস্তফা কামাল। তিনি জানান, ৯১৮টি ফর্ম বিলি করেছেন তিনি। টানা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হচ্ছে। এদিকে রাত জেগে ফর্ম আপলোড করতে হয়। অর্ধেকের বেশি কাজ গুটিয়ে ফেলা হয়েছে। কয়েকদিন থেকে দৌড়ঝাঁপ ও মানসিক চাপে শারীরিক অসুস্থতার বিষয়টি টের পেলেও পরোয়া করেননি তিনি। ফলে সমস্যা জটিল আকার নেয়।

এদিন সকালে এমন অবস্থা একা উঠে বসার সাধ্য ছিল না তাঁর। বিএলও জানান, পা ফুলে যাওয়ায় হাঁটতে পারছিলেন না তিনি। বাধ্য হয়ে এদিন হাসপাতালে ভর্তি হন। এই অবস্থায় কীভাবে কাজ করছেন? উত্তরে তিনি বলেন, ‘কি আর করা যাবে। দায়িত্ব সামলাতেই হবে। 

শনিবার পর্যন্ত যেটুকু ফর্ম জমা পড়েছে, সেটা ফেলে না রেখে আপলোড করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সুপারভাইজারের নজরে অসুস্থতার ব্যাপারে জানানো হয়েছে। তিনি বাকি কাজ সামলানোর বিষয়ে আশ্বস্ত করেছেন।’ ওই বিএলও একজন স্কুল শিক্ষক। তএদিন সকালে তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।