- Home
- West Bengal
- West Bengal News
- পয়লা এপ্রিল থেকে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? জারি হচ্ছে নয়া নির্দেশিকা, জেনে নিন কী কী
পয়লা এপ্রিল থেকে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? জারি হচ্ছে নয়া নির্দেশিকা, জেনে নিন কী কী
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে পরিবর্তন আসছে ১লা এপ্রিল থেকে। এবার থেকে ভাতা পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং KYC জমা দেওয়া বাধ্যতামূলক।

ফের খবরে লক্ষ্মীর ভাণ্ডার। এবার থেকে জারি হচ্ছে নয়া নিয়ম।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প নিয়ে এসেছে। এর মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার।
লক্ষ্মীর ভাণ্ডার সমাজের সকল পিছিয়ে পড়া মহিলাদের জন্য। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পান এই ভাতা।
লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও পশ্চিমবঙ্গে চালু আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, তরুণের প্রকল্পের মতো ভাতা।
প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
তবে, ১ এপ্রিল থেকে বদল হচ্ছে নিয়ম। শোনা যাচ্ছে, এবার থেকে ভাতা পেতে মানতে হবে কয়টি বিশেষ নিয়ম।
আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢোকে তাতে আধার লিঙ্ক করা থাকতে হবে।
লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢোকে তাতে KYC জমা দেওয়া করা থাকতে হবে।
তাই যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডার সে অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে নিন। সঙ্গে KYC জমা দিন।