Mysterious Drone News: রাতের আকাশে ফের সন্দেহজনক ড্রোনের ঘোরাফেরা। বাংলাদেশের দিক থেকে আসা ড্রোনের গতিবিধি নিয়ে তদন্তে পুলিশ। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন….
Mysterious Drone News: ফের আকাশে রহস্যময় ড্রোন। কলকাতা, গঙ্গাসাগরের পর এবার উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ এলাকায় আকাশে চক্কর কাটতে দেখা গেল সন্দেহজনক ড্রোনের। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা। এদিকে আকাশে ড্রোন উড়ছে খবর পৌঁছতেই দ্রুত ঘটনাস্থলে আসে BSF আধিকারিকরা। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। তবে এই ড্রোন ওড়ানোর নেপথ্যে বাংলাদেশ রয়েছে কীনা এখনই সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনে।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকা কাটাখাল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়ছে, ওই কাটাখাল সেতুর উপরে বেশ কয়েকজন যুবক বসেছিলেন। সেই সময়ই নাকি তারা বাংলাদেশের দিক থেকে আসা পরপর তিনটি ড্রোন উড়ে আসতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি মোবাইলে ক্যামেরা বন্দি করা হয়। ভিডিয়ো করার পরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। আকাশে ঘুরছে রহস্যময় ড্রোন। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে যায় বিএসএফ আধিকারিকরাও। এদিকে আকাশে বারবার কেন ড্রোন উড়ছে, ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মনে আতঙ্ক দানা বেঁধেছে। ড্রোনগুলো কোনও নজরদারির কাজে লাগানো হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, কলকাতার আকাশে দেখা গিয়েছিল ড্রোন। একটা নয়, একেবারে সাত - সাতটি। প্রায় ৪৫ মিনিট ধরে কলকাতার প্রাণকেন্দ্রের আকাশে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। ভবানীপুর, ময়দান, রবীন্দ্র সদন এলাকার ওপর দিয়ে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। আকাশে দেখা মেলে ৭টি ড্রোনের। সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওড়ে ড্রোনগুলি।
জানা গিয়েছে, মহেশতলা এলাকার দিক থেকে উড়ে আসে ড্রোনগুলি। হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে ওড়ে ড্রোনগুলি। উড়ন্ত ড্রোনকে প্রথম দেখেন কলকাতা পুলিশের আধিকারিকরা। লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে জানানো হয়। ওই অঞ্চলের সমস্ত থানাকে সতর্ক করা হয়। থানার পক্ষ থেকে টিম রাস্তায় নামে।
দুটি ড্রোন পূর্ব কলকাতা ও দুটি ড্রোন উত্তর কলকাতার দিকে বেরিয়ে যায়। ড্রোনের রহস্যভেদ করার চেষ্টা চালাচ্ছে সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ। ড্রোন-রহস্যের তদন্তে গোয়েন্দা দফতরও। কোথা থেকে এল ড্রোন, সেই রহস্যের এখনও মীমাংসা হয়নি। ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার এখানেই । এই অঞ্চলে ড্রোন ওড়াতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এক্ষেত্রে ড্রোনের কোনও অনুমতি নেওয়া ছিল না বলেই জানা গিয়েছে।
পহেলগাঁও হামলার পর থেকেই চরমে ভারত-পাক দ্বন্ধ। ভারতের অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর লাগাতার পাল্টা হামলা চালানোর চেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। কিছুদিন আগেই কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান। ভারতীয় সেনার তৎপরতায় সেই অপচেষ্টা বিফলে গিয়েছে। আর এবার খোদ সিটি অফ জয়ের (Kolkata News) আকাশে একটি নয়, সাত সাতটি ড্রোনের দেখা মিলল। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন লালবাজারের পুলিশ কর্তারা।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে মহেশতলা এবংং বেহালার দিকে থেকে পরপর মোট সাতটি ড্রোনকে আসতে দেখা যায়। ড্রোনগুলি প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি করে। কারণ, ওই এলাকায় দ্বিতীয় হুগলী সেতু, ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এরপর চারটি ড্রোন ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায়। সেখান থেকে সেগুলি কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে ঘুরতে থাকে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


